মনোরম পরিবেশ ফিরে এল শ্রীনগরে। সৌজন্যে বৃষ্টি। সোমবার বৃষ্টিতে ভিজেছে কাশ্মীর উপত্যকা। ফলে সোমবার সন্ধ্যা থেকেই আবহাওয়ায় পরিবর্তন হতে পারে কাশ্মীরে। কাশ্মীরে এদিন সামান্য হলেও তুষারপাতও হয়েছে। সোমবার মুষলধারে বৃষ্টিপাত হয়েছে কাশ্মীর উপত্যকার বিভিন্ন জেলায়। ফলে মনরোম পরিবেশ ফিরেছে ভূস্বর্গে।এদিন শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ৭.০ ডিগ্রি, গুলমার্গে ১.৫ ডিগ্রি। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে এখনও বেশ ঠাণ্ডা রয়েছে। লেহ শহরে রবিবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.২ ডিগ্রি সেলসিয়াস, কার্গিলে ০.৪ ডিগ্রি, দ্রাসে ১.৭ ডিগ্রি। জম্মু শহরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি এবং কাটরায় ২০.৬ ডিগ্রি।
2021-03-29