মোদীর উপহার, সেনার হাতে ১১৮টি অর্জুন ট্যাংক

ভারতীয় সেনার মুকুটে নয়া পালক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেনায় যোগ দিচ্ছে আরও ১১৮টি অর্জুন ট্যাংক। রবিবার প্রধানমন্ত্রী মোদী যোগ দেবেন তামিলনাড়ু ও কেরলের বেশ কয়েকটি অনুষ্ঠানে। প্রতিটি অনুষ্ঠানেই বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানেই সেনার হাতে ১১৮টি ট্যাংক তুলে দেবেন মোদী।

শনিবার সকালে এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রীর দফতর জানায়, রবিবার মোদীর যে কর্মসূচি রয়েছে, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাকে ১১৮টি অর্জুন ট্যাংক উপহার দেওয়া। এছাড়াও চেন্নাইতে মেট্রো রেল প্রকল্পের ফেজ-১ বিভাগের উদ্বোধন করবেন মোদী। ৯.০৫ কিমি লম্বা এই মেট্রো প্রকল্প উত্তর চেন্নাইয়ের সঙ্গে বিমানবন্দর ও সেন্ট্রাল রেলওয়ে স্টেশন জুড়ছে।

কাজ শেষ করার জন্য এই প্রকল্পের ব্যয় বরাদ্দ ৩৭৭০ কোটি টাকা। এছাড়াও চেন্নাই সমুদ্র সৈকত ও আত্তিপাত্তুর মধ্যে চতুর্থ রেললাইনের উদ্বোধন করবেন মোদী। ২২ কিমি লম্বা এই রেল প্রকল্প শেষ করতে খরচ পড়ছে ২৯৩.৪০ কোটি টাকা।

উল্লেখ্য, গত বছরই ১৮টি ট্যাংক বানানোর জন্য চেন্নাইয়ের কমব্যাট ভেহিকলস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এসট্যাবলিশমেন্ট বা সিভিআরডিইকে বরাত দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। অর্জুন মার্ক ১ এ হাতে রয়েছে সেনার। অর্জুন মার্ক ১ এ ট্যাংকই দেশবাসীকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রক ১১৮টি অর্জুন ট্যাংকের নিয়োগে সম্মতি দিয়েছে। এজন্য খরচ হবে ৮৪০০ কোটি টাকা। স্থলপথে যুদ্ধে সেনা বাহিনীর শক্তি আরও বাড়াবে অর্জুন ট্যাংকের অত্যাধুনিক ভার্সন।

যে কোনও আবহাওয়ায় কাজ করতে পারে অর্জুন মার্ক ১ এ ট্যাংক। এর ওজন ৬৮ কেজি। ট্যাংকটিতে রয়েছে ১২০ মিলিমিটার রাইফেলড গান। রয়েছে পিকেটি ৭.৬২ মিমি ককশিয়াল মেশিন গান। রয়েছে এনএসভিটি ১২.৭ মেশিন গান। অর্জুন মার্ক ১ এ ট্যাংকে লাগানো রয়েছে এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার। কোনও বিস্ফোরক যদি অর্জুন মার্ক ১ এ ট্যাংককে উড়িয়ে দেওয়া চেষ্টা করে, তবে তা প্রতিহত করতে সক্ষম এই ট্যাংক।

নিখুঁত ভাবে প্রতিপক্ষের ওপর হামলা চালাতে পারে অর্জুন মার্ক ১ এ ট্যাংক। অটোমেটিক ফায়ার ডিটেকশন পদ্ধতিতে কাজ চালায় অর্জুন ট্যাংক। এই অর্জুন মার্ক ১ এ ট্যাংককেই দেশবাসীর জন্য উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী মোদী। সেনা বাহিনীর পরিভাষায় ভারতের মেন ব্যাটল ট্যাংক হল অর্জুন। এই ট্যাংকের থেকে অ্যান্টি গাইডেড মিসাইল পরীক্ষা সফল হয়েছে। এরপরেই এটি লাদাখ সীমান্তে পরীক্ষামূলক ভাবে পাঠানো হবে।

অর্জুন ট্যাংকের ১২০ মিলিমিটার রাইফেল গান থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইলের। এবার রেঞ্জ বাড়ানো হচ্ছে। ১২৫ মিলিমিটার স্মুথবোর গান ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.