রবিবার কিছুটা ঠাণ্ডার আমেজ থাকলেও সোমবার থেকে ফের ধীরে ধীরে বাড়তে চলেছে তাপমান। রবিবারের রেশ ধরে সোমবার সকালের দিকে আবহাওয়া একটু নরম থাকলেও বেলা বাড়তেই বদলে যেতে চলেছে পরিস্থিতি। সোমবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা হতে চলেছে প্রায় ৩৩ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন ২২ ডিগ্রি।
এদিন কলকাতা শহরে বৃষ্টির তেম্ন সম্ভাবনা নেই। তবে কোনও কোনও জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতা রয়েছে ৮৩ শতাংশ। সন্ধ্যে ৬ টার পরেই কলকাতার একাধিক জায়গার আকাশ পুরোপুরি মেঘে ঢাকা পড়তে পারে।
একই অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে সন্ধ্যের পর আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং-এ সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। সেখানে আজ সারা দিন-রাত বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ২০ ডিগ্রি। সন্ধ্যে ৭ টা অবধি জোর কদমে বৃষ্টির পর, রাতের দিকে বৃষ্টি কিছুটা হালকা হবে।
উল্লেখ্য, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টির পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। সেই কথা সত্যি করে গত সপ্তাহ থেকেই চলছে লাগাতার বৃষ্টি। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম ও বর্ধমানের একাংশেও বৃষ্টি হয়েছে শনিবার।
এরই মধ্যে শনিবার এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকে রাজ্য। দিনভর ঝড়ো হাওয়া। যেন মনে করাচ্ছিল আয়লাকেই। কারণ এমনই নাগাড়ে ঝড়ো হাওয়া দিতে দেখা গিয়েছিল ওইসব ঝড়ের আগে। তেমনটাই হচ্ছিল এদিন সকাল থেকে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ওই দিন ঘন্টা ৩০ কিলোমিটার বেগে নাগাড়ে হাওয়া দিয়েছে শনিবার সকাল থেকে। টানা দুপুর পর্যন্ত হাওয়ার দাপট অনেকেই চমকে দিয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে ওডিশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা উপস্থিত রয়েছে। সঙ্গে বাংলার বঙ্গোপসাগরের তীরবর্তী উপকূলীয় অঞ্চলে একটি বিপরীত ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এর জেরেই সকাল থেকে হাওয়ার দাপট।