1/4আজ সকাল থেকেই আকাশের মুখ ভার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের। এই আবহে সন্ধ্যা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে আজকে।
2/4ইতিমধ্যে কলকাতা-সহ আশপাশের অঞ্চলগুলিতে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে৷ এই আবহে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই গাঙ্গেয় পশ্চিম বঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে বৃষ্টির জেরে আজ দিনের তাপমাত্রা একটু কমবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে।
3/4এদিকে উত্তরবঙ্গে ২০ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে।
4/4খুব বেশি বৃষ্টিতে পাহাড়ের রাস্তায় দৃশ্যমানতা কমবে৷ দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমি ধসের সম্ভাবনা থাকছে৷ এদিকে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধি পাবে৷ এর জেরে বন্যা পরিস্থিতিও হতে পারে কোনও কোনও জায়গায়৷