ভরা বর্ষা বঙ্গে। এবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত সরে এসে ঝড়াখণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে। তারই জেরে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে আগামী ২-৩ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গত কয়েকদিন ধরে গোটা রাজ্যেই দফায়-দফায় বৃষ্টি চলছে। শহর কলকাতার বিভিন্ন এলাকায় এখনও জল জমে আছে। পুরসভার তরফে পাম্প লাগিয়ে জল সরানোর চেষ্টা জারি রয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলায় সে কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। তবে এবার পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ ও আগামিকাল কলকাতায় বৃষ্টি কমবে। তবে আগামী ২-৩ দিন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহের শেষের দিকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির প্রকোপ বাড়তে পারে। দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনার উপকূলের এলাকাগুলিতে শুক্রবার ভারীত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে শুক্রবার কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। শনিবার এরাজ্যের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং ও কালিম্পঙে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামিকাল থেকে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
গত কয়েকদিনের বৃষ্টিতে শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও নীচু এলাকায় জল জমেছে। স্থানীয় প্রশাসনের তরফে পাম্প বসিয়ে জল সরানোর চেষ্টা চলছে। কলকাতা শহরের বেশ কয়েকটি এলাকায় এখনও জল জমে আছে। মহেশতলা পুরসভা এলাকার কয়েকটি ওয়ার্ড ছাড়াও বেহালা চত্বরের বেশ কিছু জায়গা এখনও জলমগ্ন। জমা জলে মশার উপদ্রব বাড়ছে এলাকাগুলিতে। বেশ কিছু এলাকায় এখনও বাড়ির মধ্যে জল ঢুকে আছে। তবে বৃষ্টি কমলে সেই জল দ্রুত সরে যাবে বলে আশাবাদী পুরসভা।