1/5এখনও পর্যন্ত (১ জুন থেকে) দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৪৫ শতাংশ। সেখানে তিন শতাংশ বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। আগামী সোমবার থেকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) বৃষ্টির মাত্রা বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
2/5আজ উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) হালকা বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী)
3/5শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/5মঙ্গলবারও (১৯ জুলাই) উত্তরবঙ্গে একইরকম আবহাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। ওই পাঁচ জেলার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
5/5আলিপুর আবহাওয়া দফতর: উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার তেমন হেরফের হবে না।