Melting of Himalayas Glaciers: ক্রমশ শুকিয়ে যাচ্ছে গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র! ভয়ংকর খরার মুখে ভারত…

 গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এই মুহূর্তে পৃথিবীর কাছে এক বড় সংকট। সে কথাই আর একবার মনে করিয়ে দিলেন রাষ্ট্রসংঘের (United Nation) মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস (Antonio Guterres)। ‘এই মুহূর্তে’ বললে অবশ্য ভুলই হয়। কেননা, প্রায় বহুদিন ধরেই বিশ্ব উষ্ণায়ন একটা বড় বিপদ হয়ে মানবসভ্যতার চোখের সামনে দাঁড়িয়ে আছে। সম্প্রতি আন্তোনিয়ো গুতেরেস এক রুক্ষ বাস্তবের কথা বলেছেন। বলেছেন, ক্রমশ শুকিয়ে আসছে গঙ্গা ব্রহ্মপুত্র ও সিন্ধু নদীর জল। বিশ্ব উষ্ণায়নের (Global Warming) প্রভাব তো শুধু পৃথিবীর গড় তাপমাত্রা বা সামগ্রিক জলবায়ুর উপরেই পড়ছে এমন নয়, তা সরাসরি নদীর উপরেও পড়ছে। 

সম্প্রতি বিশ্বের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। তিনি বললেন, মানুষের জীবন যাপনের জন্য হিমবাহগুলি বিশেষ গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে পৃথিবীর ১০ শতাংশ হিমবাহ বেঁচে রয়েছে। কিন্তু বিশ্ব উষ্ণায়নের জেরে সেগুলিও ক্রমশ গলছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.