কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, সাধারণভাবে আকাশ মেঘলা থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার অস্বস্তির আবহাওয়া চলবে। অন্যদিকে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ জুলাই রবিবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং-এ। বাকি তিন জেলার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৫ জুলাই সোমবার সকালে মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৫ দিনে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিহাসের দোরগড়ায় আমেরিকা, কমলার জয়েই আধুনিক পরিবারের নয়া নির্দশন দেখছে গোটা বিশ্ব দক্ষিণবঙ্গের আবহাওয়া শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৫ জুলাই সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনা নেই। তবে জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুখ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
2021-07-03