নাসার মহিলা বিজ্ঞানীদের ফের মহাকাশে জয়জয়কার। মহাকাশে রেকর্ড সংখ্যক দিন কাটানোর পর আমেরিকার মহিলা মহাকাশচারী ক্রস্টিনা কোচ আজ বৃহস্পতিবার পৃথিবীতে ফিরছেন। কোচ মহাকাশের অরবিটিং ল্যাবরেটরিতে ৩২৮ দিন কাটিয়েছেন। তিনি মহাকাশ যাত্রা করেছিলেন রাশিয়ান সয়ুজ ক্যাপসুলে। সবকিছু ঠিকঠাক থাকলে এই ক্যাপসুল থেকেই প্যারাসুটে কাজাকাস্থানের মরুভূমিতে নামবেন তিনি। এর আগে মহাকাশে রেকর্ড সংখ্যক দিন কাটিয়েছিলেন আর এক মহিলা পেগি হুইটসন।২০১৯-এ মহাকাশ চারণে সাড়া ফেলে দেন কোচ। তাঁর সাথে ছিলেন আর এক মহিলা জেসিকা মেয়ার। সেই প্রথম দুই মহিলা স্পেস স্টশনের বাইরে পা রাখলেন।চলতি বছরে প্রায় চব্বিশজন মহিলা স্পেসওয়াক করেন।
নাসা জানিয়েছে, মাধ্যাকর্ষণে ওজনহীনতার ওপর আলোপাত করবে কোচ-এর এই মিশন। কিছু বছরের মধ্যেই চাঁদে স্পেসস্শন তৈরি করার কথা ভাবছে নাসা। কোচ-এর এই অভিযান থেকে যে তথ্য পাওয়া যাবে তা খুবই কার্যকরী হবে বলে অভিমত নাসার বিজ্ঞানীদের।
2020-02-06