নভেম্বর শেষ করে ডিসেম্বারে শুরু হতে চললেও হেমন্তের শেষ বেলায় শীতের দেখা নেই। ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও বিক্ষিপ্ত বৃষ্টির জেরে শীত পথ হারিয়েছে। যদিও মাঝের কয়েকদিন বাদ দিয়ে চলতি সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ ফের নিচের দিকে নামার ইঙ্গিত দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। তাই নির্দিষ্ট সময়ে শীত পড়বে বলে আশা তাঁদের।
আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আবহাওয়া দফতর জানিয়েছে, উচ্চচাপ কেটে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরে পাহাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কলকাতায বা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।ট্রেন্ডিং স্টোরিজ
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। যদিও ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্ত রয়েছে। পূবালি হাওয়ার প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প ঢুকেছে কয়েকদিন আগে। যার জেরে আবহাওয়ার এই খামখেয়ালিপনা। উত্তুরে হাওয়া ঢোকায় বাধা হয়ে দাঁড়ায় জলীয় বাষ্প। এর জেরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম আবার রাতের দিকে হালকা ঠান্ডা বোধ হচ্ছে।