1/4মৌসুমী বায়ুর অক্ষরেখা স্বাভাবিকের থেকে অনেকটা দক্ষিণে অবস্থান করায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা ও দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণে।
2/4আগামী তিন-চারদিন দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় তুলনায় বেশি বৃষ্টি হবে।
3/4রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। এরপর আগামী ১৮ জুলাই থেকে বৃষ্টি বাড়বে উত্তরের উপরের পাঁচটি জেলায়। ১৯ এবং ২০ জুলাই আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4/4শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে৷ এর আগে শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি৷ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি৷