দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৪ মে পর্যন্ত ঝড়, বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুরে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই সময়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। মাঝে মাঝে রোদের তেজ বাড়তে পারে। দুপুরের দিকে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে বিকেলের পর থেকে ফের বৃষ্টি শুরু হবে। সঙ্গে কালবৈশাখীর ঝোড়ো হাওয়া বইবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়।
উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ তারিখ পর্যন্ত উত্তরে ভারী বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এরপর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানা গিয়েছে।
এদিকে কালবৈশাখীর জেরে কলকাতার তাপমাত্রার বিশাল পতন ঘেটেছে। রবিবার শহরের সর্বনিম্ন কলকাতার তাপমাত্রা কমে হয় ২১.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বৃষ্টির জেরে উত্তরবঙ্গেও ২-৪ ডিগ্রি তাপমাত্রা কমে যাবে।