ইসরোর পরের মিশন তৈরি, পৃথিবীর কক্ষে বসবে নজরদারি উপগ্রহ জিস্যাট-১

নতুন অভিযানের খাতা খুলে ফেলেছে ইসরো। ২০২০ মানেই ঐতিহাসিক সব মিশন। আদিত্য-অভিযান থেকে একগুচ্ছ নতুন স্যাটেলাইট—মহাকাশযাত্রায় ভারত অনন্য নজির গড়তে চলেছে বলে আগেই বলেছিলেন ইসরোর চেয়ারম্যান কে শিবন। হাতে আর মাত্র তিনদিন সময়। জিস্যাট সিরিজের সবচেয়ে উন্নত কমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট-৩০ উৎক্ষেপণ আগেই করে ফেলেছে ইসরো। পৃথিবীর কক্ষপথে বসে কাজ শুরুও করে দিয়েছে জিস্যাট-৩০। এবার আরও এক নজরদারি উপগ্রহকে পৃথিবীর কক্ষে পাঠাতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। জিস্যাট সিরিজের এই নজরদারি উপগ্রহ জিস্যাট-১-এর উৎক্ষেপণ হবে আগামী ৫ মার্চ।

ইসরো জানিয়েছে, শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে ৫ মার্চ বিকেল ৫টা ৪৩ মিনিটে পৃথিবীর মাটি ছাড়িয়ে হুশ করে উড়ে যাবে জিস্যাট-১। ইসরোর নজরদারি উপগ্রহকে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে বয়ে নিয়ে যাবে জিএসএলভি-এফ১০।

২২৬৮ কিলোগ্রাম ওজনের এই স্যাটেলাইটের পরিধি ৪ মিটার। কক্ষে চুপচাপ বসে পৃথিবীর উপরে নজরদারি চালানোই এর কাজ। আবহাওয়ার খবর তো বটেই, জলবায়ু পরিবর্তন থেকে রেডিও যোগাযোগ, সবকিছুই তদারকি করবে ইসরোর জিস্যাট-১।

ISRO@isro

GSLV-F10 is scheduled to launch Geo Imaging Satellite, GISAT-1 on March 05, 2020 from Satish Dhawan Space Centre SHAR, Sriharikota.

Details avail at https://bit.ly/2HT07K9 

Watch this space for more updates

View image on Twitter

11K9:38 PM – Feb 25, 2020Twitter Ads info and privacy1,921 people are talking about thisRELATED POSTS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.