ক্রমশই শক্তি বাড়িয়ে দ্রুত গতিতে এগিয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আমফান’। সুপার সাইক্লোনিক স্টর্ম’ (Cyclonic storm)থেকে আমফান এখন ‘এক্সট্রিমলি সিভিয়র সাইক্লোনিক স্টর্ম’-এ পরিণত হয়েছে। কিছুটা শক্তি হারালেও এখন ‘অতি শক্তিশালী’ হয়েই দিঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যবর্তী কোনও অঞ্চলে বুধবার বিকেল অথবা সন্ধ্যার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।’আমফান’ স্থলভূমিতে আছড়ে পড়ার আগেই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে। ‘আমফান’-এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে সুন্দরবন উপকূলবর্তী এলাকায়। পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝোড়ো হাওয়া চলছে ওডিশাতেও। বুধবার ভোর ৪.৩০ মিনিট পর্যন্ত পারাদ্বীপে ৮২ কিলোমিটার প্রতি ঘন্টা হাওয়া রেকর্ড করা হয়েছে, বৃষ্টি হয়েছে ১৪৪.১ মিলমিটার। বালেশ্বর চন্ডিপুরেও ঝড় ও বৃষ্টি হচ্ছে।
2020-05-20