কলকাতা: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। যা আরও শক্তিশালী হয়েছে। আর সেই কারণে কলকাতা-সহ সমগ্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একেবারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার, ২০ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বাওড়া, কলকাতা, হুগলিতে। যার জন্য ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, আগামী ৪৮ ঘন্টাতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
আর সেই কারণে সোমবার ও মঙ্গলবারের জন্য দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রবল বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতে।
মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বিকাল থেকেই রাজ্যের উপকূলবর্তী দুই ২৪ পরগনা জেলা ও দুই মেদিনীপুরে শুরু হয়ে যাবে ঝোড়ো হাওয়া। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইবে হাওয়া।
যে সব মৎস্যজীবি সমুদ্রে মাছ ধরতে গিয়েছে তাঁদের আজ বিকালের মধ্যেই তীরে ফিরে আসতে বলা হয়েছে। ইতিমধ্যে প্রবল দুর্যোগ হতে পারে বলে নবান্নকে সতর্ক করেছে আলিপুর হাওয়া অফিস। আর তা পাওয়ার পরেই জেলা প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
সমস্ত নদী বাঁধগুলিকে নজর রাখার নির্দেশ নবান্নের তরফে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এবার সতর্কতা জারি হয়েছে । উত্তরের পাহাড় থেকে সমতল সর্বত্র ব্যাপক বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২১ সেপ্টেম্বর দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হবে। যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ২২ ও ২৩ সেপ্টেম্বর, মঙ্গল ও বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি কিংবা অতিবৃষ্টি হতে পারে দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়।
ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং জেলায়। ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। যেই কারণে মঙ্গল ও বুধবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।