প্রবল গতিতে ধেয়ে আসছে সাইক্লোন আমফান (Cyclone Amphan)। যার জেরে কলকাতায় ইতিমধ্যে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বিধ্বংসী আমফান দিঘার আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে। ফলে ইতিমধ্যে তার প্রভাব শুরু হয়ে গিয়েছে সেখানে। সেখানে ক্রমশ বাড়তে শুরু করেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঝোড়ো হাওয়াও। উত্তাল হচ্ছে সমুদ্র।
জানা যাচ্ছে, দিঘার গার্ড ওয়াল ভেঙে উপচে আসছে জল। কিছু অংশে বোল্ডার ভেঙে জল ঢুকে আসার খবর আসছে। অন্যদিকে, আজ বুধবারও উপকূলবর্তী এলাকাগুলি থেকে মানূষজনকে সরানোর কাজ চলছে। পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন।
আজও স্থানীয় বাসিন্দাদের সরানোর কাজ চলবে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। যা পরিস্থিতি তাতে আজ বুধবার বিকেলেই দিঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝে কোনও একটি জায়গায় উপকূলে আছড়ে পড়াতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আমফান’।
কিন্তু তার প্রভাবে মঙ্গলবার সন্ধে থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছিল। তার পর থেকে সময় যত এগিয়েছে, বৃষ্টির পরিমাণ বেড়েছে। বুধবার ভোর রাত থেকে সেই বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। কলকাতায় প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। কালো মেঘে ঢেকে গিয়েছে আকাশে।
প্রসঙ্গত, খুব কাছে এসে গিয়েছে আমফান। কিন্তু বহু দূরত্ব অতিক্রম করেও এর তীব্রতা খুব একটা কমেনি। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিসের তথ্য। শেষ ঘন্টা মাফিক আপডেট অনুযায়ী ঝড়ের গতিবেগ ১৫৫-১৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টাই রয়েছে। ১৮৫ কিলমিটার প্রতি ঘন্টা এর সর্বোচ্চ গতি। দিঘা ও হাতিয়া দ্বীপের মাঝে আছড়ে পড়ার পর এই ঝড় ক্রমে এগিয়ে যাবে উত্তর ও উত্তর পূর্ব দিকে। এগিয়ে আসবে কলকাতার দিকে।