পরিষ্কার আকাশে দেখা গেল শনি। যে-ছবি দেখে চমকপ্রদ নেটপাড়া। কী ভাবে দেখা গেল? রেডিট শনির একটি আইফোন ১৪ প্রো-তে তোলা একটি ভিডিয়ো পোস্ট করেছে। এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। ঘন কালো আকাশের বুকে শনিকে একেবারে এর বলয়সুদ্ধ দেখা গিয়েছে।
কীভাবে ফোনে তোলা গেল এই ছবি?
আসলে জিএসও ১২ ইঞ্চির ডবসনিয়ান টেলিস্কোপে ওই আইফোন ১৪ প্রো সেট করে নেওয়া হয়েছিল। রাত দেড়টার সময়ে এই ছবি ওঠে। পোশাকি ভাষায় এটা হল ‘অ্যাস্ট্রোফোটোগ্রাফি’। শনির ভিডিয়ো ছাড়াও স্টিল ফোটোও শেয়ার করা হয়েছে।
এই ছবি দেখে উচ্ছ্বসিত নেটপাড়া। অনেকেই এই ছবি দেখে নানা মন্তব্য করেছেন। কেউ লিখছেন, খালি চোখে শনি ও বৃহস্পতিকে দেখা যায়। কেউ কেউ মজা করে লিখেছেন, এই ভাবে যদি চন্দ্রযানটিও দেখা যেত!
কিন্তু তাই বলে দিল্লির আকাশে এই দৃশ্য সম্ভব হল? যে-দিল্লি দূষণে শীর্ষে, সেই দিল্লির আকাশে এই দৃশ্য দেখা সত্যিই কঠিন।