আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সকালের দিকে আকাশ হালকা মেঘলা ছিল। তবে বেলা গড়াতে রোদের দেখা মিলেছে। কিন্তু পরে এই পরিস্থিতির আবারও পরিবর্তন হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
শনিবারও সকালের দিকে রবিবার সকালের মতো ছিল আবহাওয়া। দুপুরের পর থেকে আবহাওয়া অন্যরকম হয়ে যায়। বিকেল থেকে মেঘ গুড়গুড় সঙ্গে। পরে সন্ধ্যাবেলায় শুরু হয় বৃষ্টি। রাতের দিকেও ভালোরকম ঝড় বৃষ্টির খবর মিলেছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে। ঝড় বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা আবারও নীচের দিকে। আজ রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত ২৪ ঘণ্টায় ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৯ ও সর্বনিম্ন ৩০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ৪.৫ মিলিমিটার। কলকাতা সংলগ্ন ১১.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাপমাত্রা সর্বনিম্ন ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম ছিল। গত ২৪ ঘণ্টায় কলকাতা লাগোয়া দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকে অবশ্য সকাল সকাল তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াসে। ঝড় বৃষ্টিতে রবিবারে তা অনেকটাই কম।