একই সসময়ে ভূমিকম্পে (earthquake)কেঁপে উঠল দেশের দুই প্রান্ত। সময় একই হলেও রিখটার স্কেলে অবশ্য ভূমিকম্পের মাত্রার তারতম্য রয়েছ। শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হয় ঝাড়খণ্ডের জামশেদপুরে। প্রায় একই সময় মাটি কেঁপে ওঠে ২০০০ কিমি দূরে কর্ণাটকের হাম্পিরও।
রিখটার স্কেল বলছে জামশেদপুরে ভূ-কম্পনের মাত্রা ছিল ৪.৭। অন্যদিকে হাম্পিতে রিখটার স্কেলে ভূ কম্পনের মাত্রা ছিল ৪.০। ন্যাশনাল সেন্ট্রি অফ সিসমোলজ্যি এই তথ্য জানিয়েছে।
আপাতত জানা যাচ্ছে, উভয় ঘটনাতেই কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বা কোনও প্রাণ হানির খবরও প্রকাশ্যে আসেনি।তবে আরও বিস্তারিত তথ্য মিলতে পারে।
এর আগে বুধবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশের রাজধানী। কম্পন প্রথমে নয়ডায় বোঝা গেলেও গোটা দিল্লিবাসী বুঝতে পারে ভূমিকম্প।
এর আগে, মে মাসের ১০ তারিখে উত্তর-পূর্ব দিল্লির ওয়াজিরাবাদে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। এপ্রিল মাসের ১২ ও ১৩ তারিখ পরপর ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি।
এপ্রিলের ১৩ তারিখের ভূমিকম্প বোঝা গিয়েছে। সোমবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৭। সোমবার ঠিক দুপুর ১টা ২৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়। উৎসস্থলের গভীরতা ছিল ৫ কিলোমিটার।