দক্ষিণবঙ্গের এগারো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই এক জায়গায় শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা। আট মে বাংলাদেশ লাগোয়া বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।
সিস্টেম
পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি ছয় মে ঘনীভূত হবে। সাত তারিখ থেকে এটি শক্তি বাড়াবে। আট তারিখ সকালের মধ্যে এটি নিম্নচাপ তৈরি করবে। জলভাগে এর অবস্থান যত বেশি স্থায়ী হবে, তত বেশি শক্তি বাড়াবে নিম্নচাপ। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।
উত্তরবঙ্গ
বুধ এবং বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।