লক্ষ্য নির্ধারণ করে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়া উচিত : প্রধানমন্ত্রী

 লক্ষ্য নির্ধারণ করে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হওয়া উচিত আমাদের| বিজ্ঞানের প্রধান লক্ষ্যই হল সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের স্বার্থে কাজ করা| শনিবার দিল্লিতে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) সোসাইটির বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ওই বৈঠকেই বিজ্ঞানীদের উদ্দেশে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী| বৈঠকে সিএসআইআর-এর কাজ সম্পর্কে যাবতীয় বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়| গৃহীত কাজগুলির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী এবং ভবিষ্যতের রোড ম্যাপ তৈরির জন্য নিজের পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী|বৈঠকে সমাজ ও দেশের সামনে উদীয়মান চ্যালেঞ্জ প্রসঙ্গে বিজ্ঞানীদের মনোনিবেশকে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রীর কথায়, লক্ষ্য নির্ধারণ করে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত হওয়া উচিত| প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিজ্ঞানের লক্ষ্য হল সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের স্বার্থে কাজ করা| তাই ভার্চুয়াল ল্যাবগুলি উন্নয়নের প্রয়োজন, যাতে বিজ্ঞানকে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়| এছাড়াও অপুষ্টির মতো বিষয়গুলিতেও মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে|’ প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সিএসআইআর বৈঠকে ৫জি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি সঞ্চয়ের জন্য সাশ্রয়ী মূল্যের ও দীর্ঘ টেকসই ব্যাটারির প্রয়োজনীয়তার বিষয়ে বিজ্ঞানীদের কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.