দক্ষিণবঙ্গের দুই এক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। একইসঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে বলেও জানা গিয়েছে।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় ঝড়-বৃষ্টি বেশি হবে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন থেকে চার দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।