এক হিন্দু তরুণীকে অপহরণ এবং ইসলামে ধর্মান্তরণের ঘটনায় মেহবুব নামে এক যুবককে কর্ণাটক থেকে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশের পুলিশ। ২১ বছর বয়সী মেহবুব কর্ণাটকের বিজয়পুরা জেলার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সে গোরখপুরের হিন্দু তরুণীকে অপহরণ করে ইসলামে ধর্মান্তরণ করেছে।
জানা গিয়েছে, এই বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে গোরখপুরের ছিলুয়াতল থানায় এক ব্যক্তি তাঁর কন্যার অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিশ মেয়ের টাওয়ার লোকেশন ট্র্যাক করলে কর্ণাটকের খোঁজ পায়। তারপরই কর্ণাটক রওনা দেয় উত্তর প্রদেশের পুলিশের একটি দল। উদ্ধার করা হয় ওই তরুণীকে।
অপন্ডিয়া প্রকাশিত খবর অনুযায়ী, মেহবুবের সঙ্গে ওই তরুণীর আলাপ হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। পরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। মেহবুব ওই তরুণীকে চাকরি খুঁজে দেওয়ারও প্রতিশ্রুতি দেয়। কিন্তু মেয়েটি কর্ণাটকে গেলে চাকরি দেওয়া হয়নি। তাঁর পরিবর্তে আটকে রেখে ইসলামে ধর্মান্তরিত করা হয়। কিন্তু তার আগেই তাকে উদ্ধার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৬ ও ৩৬৩ ধারায় মামলা দায়ের করার পাশাপাশি ধর্মান্তরণ বিরোধী আইনেও মামলা দায়ের করেছে পুলিশ।