অস্ট্রেলিয়ার মন্দিরগুলোতে একের পর এক হামলা হয়েই চলেছে। এক মাসের মধ্যে এই নিয়ে তিনবার হামলা হয়ে গেছে। অবশেষে, এই বিষয়ে প্রকাশ্যে সরব হল অস্ট্রেলিয়ায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। এই কমিশনের তরফে সম্প্রতি একটি বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে বলা হয়, “কয়েক সপ্তাহ আগেই মেলবোর্নে ৩টি হিন্দু মন্দিরে ভাংচুরের ঘটনা ঘটে। এই গভীর উদ্বেগজনক ঘটনার তীব্র নিন্দা করছে ভারতীয় হাইকমিশন। এগুলি শান্তিপূর্ণ বহুত্ববাদে বিশ্বাসী ভারতীয়-অস্ট্রেলিয়ান সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ও বিভেদের বীজ বপন করার প্রয়াস”।
ওই বিবৃতিতে ‘খালিস্তানি’-দের প্রসঙ্গ তুলে আরও বলা হয়, “সংকেত মিলেছে যে খালিস্তানপন্থী সংগঠনগুলি অস্ট্রেলিয়ায় তাদের কার্যকলাপ বাড়াচ্ছে। শিখস ফর জাস্টিস এবং অস্ট্রেলিয়ার বাইরের অন্যান্য নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনগুলির সদস্যরা এই উগ্রপন্থায় সক্রিয়ভাবে সহায়তা করছে”।
বিবৃতিতে আরও সংযোজন, “বিগত বেশ কিছু সময় থেকেই ওই ব্যাপারটা স্পষ্ট হয়েছে। আমরা আমাদের উদ্বেগের বিষয়ে অস্ট্রেলিয়ান সরকারকে অবগত করেছি। এদিকে কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং সিডনিতে শিখস ফর জাস্টিস তথাকথিত গণভোট সংগঠিত করেছিল। সেই সম্পর্কেও আনমরা আমাদের উদ্বেগ অস্ট্রেলিয়ান সরকারকে জানানো হয়েছে”।