এনসিইআরটির পাঠক্রমে শ্রীমদ্ভাগবত গীতা যুক্ত হতে চলেছে, সংসদে জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী

 এনসিআরটির পাঠ্যক্রমে এবার থেকে শ্রীমদ্ভাগবত গীতা যুক্ত হতে চলেছে। লোকসভা অধিবেশনে সরকারের তরফে এই বিষয়ে জানাতে গিয়ে বলা হয়েছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে ভগবত গীতার একটি অংশ পড়ানা হবে। এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণির সংস্কৃত পাঠ্যপুস্তকে গীতার শ্লোক যুক্ত করা হয়েছে।

লোকসভায় সোমবার লিখিত আকারে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, শিক্ষা মন্ত্রক ২০২০-তে এনসিইআরটি ভারতীয় জ্ঞান ব্যবস্থা বিভাগ প্রতিষ্ঠা করেছে। আন্তঃবিষয়ক ও শিক্ষা প্রচারের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। এই শতাব্দীতে জ্ঞান শক্তিতে বলীয়ান হয়ে উঠতে আমাদের অবশ্যই ঐতিহ্যকে বুঝতে হবে। জাতীয় শিক্ষানীতিতে ভারতের ঐতিহ্যগত জ্ঞান বলতে বোঝায় যা সকলের কল্যাণের জন্য সমান প্রচেষ্টা চালায়।

এছাড়াও এনসিইআরটির জাতীয় পাঠক্রম ও পাঠ্যপুস্তকগুলি এবার থেকে লিঙ্গের ক্ষেত্রেও একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি আনার জন্য কাজ করবে। সোমবার স্কুল পাঠ্যপুস্তক কমিটির বিষয়বস্তু ও নকশার সংস্কারের প্রতিবেদন সংসদে পেশ করা হয়েছে। কমিটিকে জানানো হয়েছে যে এনসিইআরটি শিক্ষা, মহিলা, শিশু, যুবক ও ক্রীড়া সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির দ্বারা উত্থাপিত সমস্ত বিষয়ে নোট করেছে এবং পাঠক্রমের সমস্ত ক্ষেত্রে লিঙ্গের ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি আনতে কাজ করা হবে। এর আগে প্যানেল সুপারিশ করেছিল পাঠ্যপুস্তক গুলিতে নতুন এবং উদীয়মান পেশায় মহিলাদের রোল মডেল হিসেবে তাদের অবদান যেন বেশি করে চিত্রিত করা হয়। এটি মেয়েদের আত্মসম্মান ও আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.