আগামী ৪ঠা এপ্রিল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর মহকুমার জকপুর অঞ্চলের বিখ্যাত মনসা মেলা৷ সেই উপলক্ষ্যে হতে চলেছে বিপুল জন সমাগম। তাই পুণ্যার্থীদের সুবিধার জন্য আগামী ৪ঠা এপ্রিল মাদপুর ও জকপুর স্টেশনে সমস্ত আপ ও ডাউন ইএমইউ লোকাল ট্রেন দাঁড়াবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফে।
দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার জকপুর ও মাদপুর স্টেশনের মাঝে মহিশা গ্রাম। সেখানের বিখ্যাত ও প্রাচীন মনসা মন্দিরে প্রতি বছর চৈত্রমাসের তৃতীয় মঙ্গলবার মনসা দেবীর মহাপুজো অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষ্যে চলে মেলা। ঐ সময় রাজ্য ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে সমবেত হন। জন সমাগমের বিচারে গঙ্গাসাগর মেলার পর এটি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মেলা। রেল দফতরের অনুমান, মনসা মেলার কারণে প্রায় ৮ লক্ষ পুণ্যার্থী যাতায়াত করবেন লোকাল ট্রেনে। এই পুণ্যার্থীদের সুবিধার জন্য আগামী ৪ ঠা এপ্রিল মাদপুর ও জকপুর স্টেশনে সমস্ত আপ ও ডাউন ইএমইউ লোকাল ট্রেন দাঁড়াবে। ঐ দিন রাত ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত চলা সমস্ত লোকাল ট্রেনের জন্য এই নির্দেশ প্রযোজ্য থাকবে।
রেলের তরফে খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার জানিয়েছেন, পুণ্যার্থীদের সুবিধার জন্য মেলা চলাকালীন সময়ে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা থাকবে। তিনি ভক্তদের রেলের নিয়ম মেনে ও সঠিক টিকিট ক্রয় করে যাতায়াতের জন্য অনুরোধ করেছেন।