পরম পূজনীয় সরসঙ্ঘচলক ডাঃ মোহনজি ভাগবত চেন্নাই শহরের পেরাম্বুরের কুমারন নগরের পোনিয়াম্মন মোদু বস্তির নবশক্তি কাদম্বরী আমান মন্দিরে আজ পবিত্র মকর সংক্রান্তি উৎসবে অংশ নিয়েছিলেন।
সংঘের ৬ টি প্রধান উৎসবের একটি হল আজকের দিনের এই মকর সংক্রান্তি উৎসব। ভারতের প্রতিটি কোনে কোনে এই উৎসব পালিত হয়। যদিও এই উৎসব বিভিন্ন প্রান্ত বা রাজ্যে বিভিন্ন নামে পরিচিত।
আজ থেকে দক্ষিণায়ন শেষ ও উত্তরণের শুরু। দিন বড় হবে রাত্রি ছোট হবে অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে জীবনের গতি। তমসো মা জ্যোতির্গময়। আজ প্রাতঃস্মরণীয় পিতামহ ভীষ্ম দেবের মহা প্রয়াণ দিবস। সকলকে একটি পূর্ণ শুভেচ্ছা অভিনন্দন জানাই।
ATANU LAHA