কোভিড মহামারী আবহে এবারও ভক্তশূন্য পুরীর জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব। বৃহস্পতিবার সকালেই স্নান মণ্ডপে আনা হয় প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। যে সমস্ত সেবায়েতদের করোনা-রিপোর্ট নেগেটিভ এবং যাঁদের করোনা টিকার দু’টি ডোজই নেওয়া হয়েছে, তাঁরাই শুধুমাত্র স্নানযাত্রায় অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার স্নানযাত্রার পর আগামী ১২ জুলাই রথযাত্রা উৎসবেও করোনার জেরে করা হয়েছে কাটছাঁট। এবারও পুরীতে রথ টানবেন শুধু সেবায়েত ও পূজারিরাই। তবে তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তবেই মিলবে ছাড়পত্র। বুধবার রাত দশটা থেকেই পুরীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী ২৫ জুন দুপুর দু’টো পর্যন্ত এই নিয়ম জারি থাকবে বলেই প্রশাসন সূত্রে জানানো হয়েছে। পুরীর পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গের ইসকন ও হুগলির মাহেশেও করোনা বিধি মেনেই স্নানযাত্রা উৎসব পালিত হয়েছে।
2021-06-24