Eid 2022: ভারতের নানা প্রান্তে উদ্‌যাপিত হচ্ছে ইদ, দেখে নিন পবিত্র দিনটি পালনের মুহূর্ত

1/14আগ্রা: ইদ-উল-ফিতরে আগ্রার তাজমহলের সামনে প্রার্থনায় বসলেন ধর্মপ্রাণ মুসলমানরা। রমজান মাসের শেষের পর এভাবেই দিনটি পালন করলেন তাঁরা। (ছবি: ANI) (Yatish Lavania)

অমৃতসর: এই শহরের জামা মসজিদের সামনে প্রার্থনা করলেন ধর্মপ্রাণ মুসলমানরা। (ছবি: NARINDER NANU / AFP) (AFP)
2/14অমৃতসর: এই শহরের জামা মসজিদের সামনে প্রার্থনা করলেন ধর্মপ্রাণ মুসলমানরা। (ছবি: NARINDER NANU / AFP) (AFP)
বেঙ্গালুরু: চামারাজপেট ইদগাহ মসজিদের ছবি। বড়দের সঙ্গে শিশুরাও প্রার্থনায় হাজির ইদের সকালে। (ছবি: Manjunath Kiran / AFP) (AFP)
3/14বেঙ্গালুরু: চামারাজপেট ইদগাহ মসজিদের ছবি। বড়দের সঙ্গে শিশুরাও প্রার্থনায় হাজির ইদের সকালে। (ছবি: Manjunath Kiran / AFP) (AFP)
ভোপাল: তাজ-উল-মসজিদে ইদ-উল-ফিতরের সকাল থেকেই ভিড়। প্রার্থনা, শুভেচ্ছা জানানোর দৃশ্য দেখা গেল এখানে। (ছবি: Gagan NAYAR / AFP) (AFP)
4/14ভোপাল: তাজ-উল-মসজিদে ইদ-উল-ফিতরের সকাল থেকেই ভিড়। প্রার্থনা, শুভেচ্ছা জানানোর দৃশ্য দেখা গেল এখানে। (ছবি: Gagan NAYAR / AFP) (AFP)
কলকাতা: নাখোদা মসজিদের সামনেও দেখা গেল ইদ-উল-ফিতরের প্রার্থনার দৃশ্য। (ছবি: DIBYANGSHU SARKAR / AFP) (AFP)
5/14কলকাতা: নাখোদা মসজিদের সামনেও দেখা গেল ইদ-উল-ফিতরের প্রার্থনার দৃশ্য। (ছবি: DIBYANGSHU SARKAR / AFP) (AFP)
আগ্রা: তাজমহলের সামনে প্রার্থনারত ধর্মপ্রাণ মুসলমানরা। সকাল থেকেই এখানে ভিড়। ইদ-উল-ফিতরের উদ্‌যাপন হল প্রার্থনার মধ্যে দিয়ে। (ছবি: ANI Photo) (Yatish Lavania)
6/14আগ্রা: তাজমহলের সামনে প্রার্থনারত ধর্মপ্রাণ মুসলমানরা। সকাল থেকেই এখানে ভিড়। ইদ-উল-ফিতরের উদ্‌যাপন হল প্রার্থনার মধ্যে দিয়ে। (ছবি: ANI Photo) (Yatish Lavania)
দিল্লি: জামা মসজিদে বড়দের সঙ্গে ইদের আনন্দে মাতল ছোটরাও। (ছবি: PTI Photo/Manvender Vashist) (PTI)
7/14দিল্লি: জামা মসজিদে বড়দের সঙ্গে ইদের আনন্দে মাতল ছোটরাও। (ছবি: PTI Photo/Manvender Vashist) (PTI)
হায়দরাবাদ: এই শহরের ইদগাহ গোলকুন্ডা কুতুব শাহিতে হল ইদ-উল-ফিতর উদ্‌যাপিত হল। বড়দের সঙ্গে আনন্দে মাতল শিশুরাও। (ছবি: PTI Photo) (PTI)
8/14হায়দরাবাদ: এই শহরের ইদগাহ গোলকুন্ডা কুতুব শাহিতে হল ইদ-উল-ফিতর উদ্‌যাপিত হল। বড়দের সঙ্গে আনন্দে মাতল শিশুরাও। (ছবি: PTI Photo) (PTI)
বিকানের: রাজস্থানের এই শহরে ইদগাহতে হল ইদ-উল-ফতির উদ্‌যাপন। (ছবি: PTI Photo) (PTI)
9/14বিকানের: রাজস্থানের এই শহরে ইদগাহতে হল ইদ-উল-ফতির উদ্‌যাপন। (ছবি: PTI Photo) (PTI)
দিল্লি: জামা মসজিদ এলাকায় চলল ইদ-উল-ফিতর উদ্‌যাপন। (ছবি: PTI Photo/Manvender Vashist) (PTI)
10/14দিল্লি: জামা মসজিদ এলাকায় চলল ইদ-উল-ফিতর উদ্‌যাপন। (ছবি: PTI Photo/Manvender Vashist) (PTI)
দিল্লি: রাজধানীর ফিরোজ শাহ কোটলায় প্রার্থনা করলেন মুসলমানরা। (ছবি: ANI Photo/ Shrikant Singh) (Shrikant Singh)
11/14দিল্লি: রাজধানীর ফিরোজ শাহ কোটলায় প্রার্থনা করলেন মুসলমানরা। (ছবি: ANI Photo/ Shrikant Singh) (Shrikant Singh)
হাওড়া: পবিত্র রমজানের মাসের শেষ। ইদের উৎসবের দিনে প্রার্থনারতম ধর্মপ্রাণ মুসলমানরা। (ছবি: REUTERS/Rupak De Chowdhuri) (REUTERS)
12/14হাওড়া: পবিত্র রমজানের মাসের শেষ। ইদের উৎসবের দিনে প্রার্থনারতম ধর্মপ্রাণ মুসলমানরা। (ছবি: REUTERS/Rupak De Chowdhuri) (REUTERS)
দিল্লি: দেশের অন্যতম বড় মসজিদ সাক্ষী থাকল এই পবিত্র দিনের। ইদ-উল-ফিতরের দিন সকাল থেকেই চল প্রার্থনা। (ছবি: REUTERS/Anushree Fadnavis) (REUTERS)
13/14দিল্লি: দেশের অন্যতম বড় মসজিদ সাক্ষী থাকল এই পবিত্র দিনের। ইদ-উল-ফিতরের দিন সকাল থেকেই চল প্রার্থনা। (ছবি: REUTERS/Anushree Fadnavis) (REUTERS)
দিল্লি: এদিন সকাল থেকেই জামা মসজিদ এলাকায় খুশির হাওয়া। সেই আনন্দে সামি ছোটরাও। (ছবি: REUTERS/Anushree Fadnavis) (REUTERS)
14/14দিল্লি: এদিন সকাল থেকেই জামা মসজিদ এলাকায় খুশির হাওয়া। সেই আনন্দে সামি ছোটরাও। (ছবি: REUTERS/Anushree Fadnavis) (REUTERS)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.