ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে একটি টুইট করা হয়, সেখানে হিন্দুদের দেবী মা কালীর বিকৃত ছবি পোস্ট করা হয়। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন নেটিজেনরা। নেটনাগরিকরা তাদের প্রতিবাদ পোস্টে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে ট্যাগ করে বলেছেন, হিন্দু দেবীর এই অপমান যেন ভুলে না যাওয়া হয়। ইউক্রেন যখন সাহায্যের জন্য হাত পাতবে ভারতের কাছে, তখন যেন এই ঘটনার কথা মনে রাখা হয়। ক্ষুব্ধ নেটিজেনরা এটিকে আক্রমণাত্মক ও হিন্দুফোভিক বলে অভিযোগ করেছেন।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে যে বিকৃত ছবিটি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, একটি বিস্ফোরণের ধোঁয়ার মধ্যে বিকৃত করে মা কালীর একটি ছবি দেখানো হয়েছে। রবিবার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই ছবিটি পোস্ট করা হয়। ছবিতে দেখা হিন্দু দেবীর সঙ্গে হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর মিল রয়েছে। ওই ছবির মহিলার গায়ের রং নীল, গলায় মুন্ডমালা, জিহ্বা দাঁত দিয়ে কাটা। জবার মালা পরিহিতা। যা হিন্দু দেবীর সাথে সাদৃশ্য বহন করে। ইউক্রেনের এই হিন্দু সংস্কৃতিকে ব্যঙ্গ করার জন্য বিদ্রুপ করেছেন একাধিক ভারতীয়।
ছবিটি পোস্ট করার কয়েক মিনিট পরেই টুইট নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে তড়িঘড়ি পোস্টটি মুছে ফেলে। কিন্তু ততক্ষণে পোস্টটি ঘিরে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে। কেউ বলেছেন, এটি মা কালীর অপমান। এটি ১৪০ কোটি মানুষের অপমান। ভারতের উচিত ইউক্রেনকে কড়া বার্তা দেওয়া। কেউ বলেছেন ইউক্রেনকে সাহায্য করার আগে এবার এই পোস্টের কথা যেনো ভারত মাথায় রাখে।