১৭ মার্চ বাংলাদেশে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জন্ম শতবার্ষিকী সাড়ম্বরে উদযাপিত হচ্ছিল তখন এই দিনই সিলেট এলাকার সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দুদের উপর নির্মম অত্যাচার চালিয়েছে হেফাজতে ইসলামের সদস্য, সমর্থকরা।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ফেসবুকে ওই এলাকার একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ হেফাজতে ইসলামের এক নেতা মামুল হককে নিয়ে একটি পোস্ট করেন। এই ফেসবুক পোস্টকে কারণ দেখিয়ে বুধবার সকালে শাল্লার হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা চালায়। স্থানীয় পুলিশ প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী ৮০টির বেশি বাড়িঘর, সাত-আটটি মন্দিরে ভাংচুর ও লুটতরাজ চালায় হেফাজতে ইসলামের সমর্থকরা। তবে বিবিসি সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, গ্রামটির চার থেকে পাঁচশ ঘরবাড়িতে ভাঙচুর, লুঠপাট চালায়, মহিলাদের শ্লীলতাহানি করে হামলাকারীরা।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আক্রমণ চলাকালে প্রাণ বাঁচাতে আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় গ্রামবাসীরা। পরে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আসার আগেই হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরপর ধীরে ধীরে ফিরে আসে গ্রামবাসীরা। কিন্তু তাদের আতঙ্ক এখনও কাটেনি। তাদের আশঙ্কা ফের তাদের উপর হামলা হতে পারে।
আর কদিন পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসছেন। তার আগে শাল্লায় হিন্দুদের উপর এই হামলা শেখ হাসিনার সরকারকে যথেষ্ট অস্বস্থিতে ফেলেছে।