ছবি মুক্তির মুখে বড়সড় ধাক্কা শিকারা ছবির টিমের কাছে | জম্মু-কাশ্মীরের আদালতে বিধু বিনোদ চোপড়ার এই ছবি নিয়ে নাকি জনস্বার্থ মামলা রুজু হয়েছে | মামলাকারীরা হলেন ইফতিকার মিসগার, মাজিদ হায়দারি ও হাফিজ লোন | উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে এদের আর্জি কাশ্মীরি পন্ডিতদের ২৫বছর আগে বিতাড়নের প্রেক্ষাপটে বানানো ছবি শিকারার বেশ কিছু দৃশ্য অত্যন্ত আপত্তিকর| সেগুলির ফলে ইসলাম সম্পর্কে অমুসলিমদের কাছে ভুল বার্তা যাবে বলে তারা মনে করেন |
তাই এই ছবি রিলিজের পূর্বে এই দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ চান আদালত থেকে | তারপরই এই ছবি মুক্তি পেতে পারে | এই আবেদনের বিচার না হওয়া অবধি এই ছবি মু্ক্তির উপরে তারা স্থগিতাদেশ চান | সরাসরি কোন আইনি নোটিশ বা চিঠি পাননি বলে অপরদিকে জানান ছবির নির্দেশক |
তিনি বলেন, এই পুরো বিষয়টি তার আইনি পরামর্শ দাতা আইনজীবী হরিশ সালভে দেখবেন | সেখানে তার কিছু বলার নেই | কিন্তু ছবির প্রেক্ষাপট দাঁড়িয়ে যা সত্যি ঘটেছিল সেদিন ,তাই দেখানো হয়েছে | কোন দৃশ্য বাদ দেওয়ার কোন যৌক্তিকতাই নেই তার কাছে | প্রসঙ্গত, ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পরেই দেশ জুড়ে তা নিয়ে আলোড়ন পড়ে যায় |
রাতারাতি সংখ্যালঘু হিন্দু কাশ্মীরি পন্ডিতদের উপর নেমে আসা অত্যাচারের কাহিনী নিয়ে সরব হন বিতাড়িত ওই মানুষগুলি | কেন্দ্রীয় সরকারের জম্মু-কাশ্মীরে ৩৭০ বিলোপের পরই ওই মানুষেরা নিজভূমে ফিরে যাওয়ার আশার আলো দেখতে পেয়েছেন | সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে তারা সদর্পে সেকথা ঘোষণাও করেছেন | বলি অভিনেতা অনুপম খের এনিয়ে মোদি সরকারের স্বপক্ষে কথা বলায় সমালোচিত হতে হয়েছে আরেক বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহের কাছ থেকেও, যা নিয়েও বিস্তর জলঘোলা হয় |