হিন্দু মহাসভার থিম পুজো দেখে স্তম্ভিত দর্শকরা। রুবি মোড়ে হিন্দু মহাসভার দুর্গা মণ্ডপে অসুরের স্থানে মহাত্মা গান্ধীকে দেখানোর পরেই উঠল বিতর্কের ঝড়। যার ফলে কাঠগড়ায় হিন্দু মহা সভা।
অসুরের স্থানে গান্ধীজির মতো মুখমণ্ডল বিশিষ্ট অসুর তো রয়েছেই, আবার সেই অসুরকে গান্ধীজির চশমাও পরানো হয়েছে। এই বিতর্ক আরও জোরালো হয় উক্ত দুর্গাপ্রতিমা ২রা অক্টোবরে প্রকাশ্যে আসার পরে। এদিকে, বিতর্কের ঝড় উঠতেই পুজো উদ্যোক্তারা অসুর বদলানোর পদক্ষেপ নেয়। যদিও, অসুর পুরোপুরি বদলানো যায়নি। মুর্তিটিতে কোনোরকমে মাথায় চুল ও গোঁফ লাগিয়ে মুর্তিটিকে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়।
এই প্রসঙ্গে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, ‘ ‘BJP-র আসল মুখ সামনে চলে এসেছে। ওরা আসলে গডসের পূজারি, গান্ধীর হত্যাকারীদের পূজারি”। তাঁর কথায়, “এবার ওরা নানাভাবে দোষ ঢাকতে নামবে। এই ঘটনার তীব্র নিন্দা করছি। গান্ধীজি জাতির জনক। গান্ধীজি আন্তর্জাতিক ইতিহাসে ভারতবর্ষের অন্যতম প্রতীক। তাঁকে নিয়ে এমন অবমাননা কোনওভাবে বরদাস্ত করা যায় না”।