1/8২৩ জুন থেকে অসমের বিখ্যাত কামাখ্যা মন্দিরে শুরু হল বার্ষিক অম্বুবাচী মেলা। চার দিন ধরে চলবে। অসমের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। প্রায় ২৫ লক্ষ ভক্তকূলের সমাগম হয়। মন্দিরের দরজা চার দিন বন্ধ থাকে।
2/8পঞ্চম দিনে মন্দিরটি আবার খুলে যায়। ভক্তরা আশীর্বাদ চাইতে মন্দিরে ভিড় করেন।
3/8মন্দিরের দরজা চারদিন বন্ধ থাকবে। মেলার ‘প্রবৃত্তি’ ২২ জুন অনুষ্ঠিত হয়েছে।
4/8অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করেছেন, ‘আজ থেকে শুভ অম্বুবাচী মেলা শুরু। আমি মা কামাখ্যার কাছে সকলের সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধির আশীর্বাদ প্রার্থনা করছি। আমাদের সমস্ত অমঙ্গল দূর করতে সাহায্য করুন।’
5/8কামরুপ মেট্রোপলিটনের ডেপুটি কমিশনার পল্লভ গোপাল ঝা বলেন, মন্দিরে আগত ভক্তদের জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। তবে কোনও ব্যক্তিগত যানবাহন বা গণপরিবহনের অনুমতি দেওয়া হচ্ছে না।
6/8প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ভক্তদের জন্য জেলা প্রশাসন আলাদা করে যানবাহনের ব্যবস্থা করেছে।
7/8পান্ডু পোর্ট ক্যাম্প, মালিগাঁও এবং ফ্যান্সি বাজারে ওল্ড জেল কমপ্লেক্সে পাহাড়ের নিচে টয়লেটের সুবিধা সহ তিনটি তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। প্রতিটিতে প্রায় ৩০ হাজার ভক্তের থাকার ক্ষমতা রয়েছে।
8/8রয়েছে পানীয় জল ও খাওয়াদাওয়ার ব্যবস্থাও।