এক ভূগোলের অধ্যাপিকা, তিনি এখনও অধ্যাপিকাই আছেন। তবে, ‘ত্যাগ মুক্তির একমাত্র পথ’ এই আপ্তবাক্যকে পাথেয় করে জীবনের পথের দিক পরিবর্তন করে সন্ন্যাসিনী হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। তিনি কর্মরত অবস্থাতেই সন্ন্যাস জীবন গ্রহণ করেছেন বলে জানা গেছে।
অধ্যাপিকার নাম রুমকি সরকার। তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপিকা। তিনি ২০১৬ সালে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে নিযুক্ত হন। ৩৮ বছর বয়সী এই অধ্যাপিকার বাড়ি বর্ধমানে। তিনি ছাত্রজীবন কাটান ওই জেলাতেই। তারপরে পরবর্তীকালে তিনি খড়গপুর আইআইটিতে গবেষণার কাজ করেন। এরপরে তিনি পরবর্তী গবেষণা শেষ করেন বর্ধমানে বিশ্ববিদ্যালয়ে।
সন্ন্যাস জীবন গ্রহণের পর প্রথমবার তিনি গেরুয়া বসনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পা দেন চলতি সপ্তাহে বুধবারে। ওইদিন, তিনি সন্ন্যাস জীবনের সঙ্গে কর্ম জীবনের এক সুন্দর সমান্তরাল পথ প্রদর্শন করেন। অধ্যাপিকাকে সন্ন্যাসীর বেশে দেখে পড়ুয়ারাও প্রতিক্রিয়া জানান। তাঁরা জানান, অধ্যাপিকাকে সন্ন্যাসীর বেশে দেখে বেশ খুশি হয়েছেন তাঁরা।