উদ্ভাবনী শিল্পকর্ম মনোভাব কখনো বন্দী থাকতে পারেনা। সময়ের সাথে সাথে সুযোগের সদ্ব্যবহারে তা মুক্ত হয়ে ছড়িয়ে পড়ে সকলের মধ্যে। এমনি একজন শিল্পী হলেন সুমন কুমার দত্ত।১৯৮০ সালের এই নতুন শিশু , ক্রমাগত আগ্ৰহ ও ইচ্ছার ডানায় উড়ান ভরে আঁকতে শুরু করেন দেবী মূর্তি।সাত-আট বছরের শিশুর এই সকল কর্ম ফোনে স্থান না পেলেও মনে অবশ্যই পেয়েছে।
বর্তমানে ৩০ বছর বয়সী এই শিল্পী দূর্গা,কালী,লক্ষ্মী ও সরস্বতী মূর্তি কাগজ,কার্ডবোর্ড সহযোগে মঞ্চের উপর ত্রিমাত্রিক আকারে মন ভরে সাজিয়ে পুজো করেন।২০১৭ সালে তাঁর তৈরী বিশ্বকর্মা মূর্তি দূর্গাপুরের ধাতুবিদ্যা ল্যাবে সংরক্ষিত আছে।এই শিল্পীর হাতের তৈরী কোলাজ আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক,এই কামনা করি। উল্লেখ্য শিল্পীর কোনো প্রথাগত অঙ্কন বা মূর্তি শিল্প সংক্রান্ত কোনো শিক্ষা নেই, পুরোটাই শিল্পীর মস্তিষ্ক প্রসূত।
সোহিনী শবনম