ইন্ডিয়া জোটের বিরোধিতা করে কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিলেন এক পঞ্চায়েত সদস্য। বাঘমুণ্ডি বিধানসভার নয়াডি পঞ্চায়েতের ওই কংগ্রেস সদস্য বিজেপিতে যোগ দিলেন। তাঁর সঙ্গে ২০টি পরিবার যোগ দেয়। আজ বিকেলে ওই পঞ্চায়েত এলাকার জারগো গ্রামের বাসন্তী মন্দিরে বিজেপির চারটি মন্ডলকে নিয়ে একটি জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙা, সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো।
প্রসঙ্গত, ১০ আসন বিশিষ্ট ওই পঞ্চায়েতে ৫টি বিজেপি, ৩ টি তৃণমূল কংগ্রেস ও ২ টি আসন কংগ্রেস পায়। সংরক্ষণের কারণে বিজেপির মহিলা সদস্য প্রধান হন। এছাড়া কংগ্রেসের দুই সদস্যের সমর্থনে উপ প্রধান হন বিজেপিরই। স্বভাবতই কংগ্রেসের ওই দুই সদস্যের মধ্যে প্রহ্লাদ মাহাতো নামে একজনকে আনুষ্ঠানিকভাবে দলে যোগ করিয়ে বাজিমাত করল পদ্ম শিবির। বিজেপিতে, যোগ দিয়ে ওই পঞ্চায়েত সদস্য জানান, ইন্ডিয়া জোট তাঁরা মেনে নিতে পারছেন না। ওই জোটে তৃণমূল থাকায় কংগ্রেস দল থেকে সরে গেলেন। ভবিষ্যত নেই ওই জোটের। তাই বিজেপিতে যোগ দিলেন।