একত্রে ও মিলেমিশে কাজ করলে কোনও কিছু অসম্ভব নয় : প্রধানমন্ত্রী

একত্রে ও মিলেমিশে কাজ করলে কোনও কিছু অসম্ভব ও কঠিন নয়। কোচি-ম্যাঙ্গালুরু প্রাকৃতিক গ্যাস পাইপলাইন সেটারই উদাহরণ। মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোচি-ম্যাঙ্গালুরু প্রাকৃতিক গ্যাস পাইপলাইন দেশবাসীকে উৎসর্গ করার পর এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটক ও কেরলের রাজ্যপাল, দুই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী এদিন বলেন, ৪৫০ কিলোমিটার লম্বা পাইপলাইন দেশকে উৎসর্গ করা অত্যন্ত সৌভাগ্যের। ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, বিশেষ করে কর্ণাটক ও কেরলের জনগণের জন্য। বিগত দশকে ভারতের অগ্রগতির হার কম কেন ছিল, সে বিষয়ে আমি কিছু বলতে চাই না। ধীর গতিতে ভারতের প্রগতি হতে পারে না। বিগত কয়েক বছরে গতি, দক্ষতা এবং উন্নয়নের সুযোগ বাড়ানো হয়েছে। উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সকলকে একত্রে, মিলেমিশে কাজ করলে কোনও কিছু অসম্ভব নয়, কোচি-ম্যাঙ্গালুরু পাইপলাইন সেই কথারই উদাহরণ। এটি শুধুমাত্র পাইপলাইন নয়, উভয় রাজ্যে উন্নয়নের চালিকাশক্তি। এই পাইপলাইন উভয় রাজ্যে লক্ষ লক্ষ মানুষের জন্য ইজ অফ ডুয়িং বাড়াবে।প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের ক্ষেত্রে অনেক সমস্যা এসেছিল, কিন্তু আমাদের শ্রমিক, ইঞ্জিনিয়ার, কৃষক এবং রাজ্য সরকারের সহায়তায় সামগ্রিক কাজ সম্পূর্ণ হয়েছে। এই পাইপলাইন শহরে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের মাধ্যম হয়ে উঠবে। দুই রাজ্যে দূষণ কমাবে। দূষণ কমলে প্রত্যক্ষ প্রভাব পড়বে পরিবেশের উপর। পরিবেশের উন্নতি হলে মানুষের স্বাস্থ্য ভালো হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, যে দেশ যোগাযোগ এবং ক্লিন এনার্জি নিয়ে কাজ করে সেই দেশ একবিংশ শতাব্দীতে নতুন উচ্চতায় পৌঁছে যাবে। সেই লক্ষ্যে কাজ করে চলেছে ভারত।’ মোদী জানান, কোভিড পরিস্থিতিতে, দরিদ্র ও অভাবীদের জন্য বিনামূল্যে ১২ কোটি সিলিন্ডার সরবরাহ করতে পেরেছি আমরা, বিগত ৬ বছরে আমাদের উন্নয়নমূলক কাজের জন্যই এমনটা করতে পেরেছি আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.