ফের নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বলেন বাংলায় অনুপ্রবেশকারীদের আটকাতে পারে একমাত্র বিজেপি। ভোটের জন্য অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছেন মমতা। মমতাকে রুখে দিয়ে উত্তর বঙ্গের বিকাশ ঘটাবে বিজেপি।
মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অমিত শাহ বলেন যে কোনও গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবার পেতে ৭০০ কিমি দূরের কলকাতায় ছুটতে হয় উত্তরবঙ্গের বাসিন্দাদের। ১০ বছরেও এখানে কেন কোনও এইমসের মত হাসপাতাল বানাতে পারলেন না মমতা, প্রশ্ন অমিত শাহের।
অমিত শাহ বলেন দোসরা মে নির্বাচনে জিতে বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গ উন্নয়ন বোর্ড গঠন করা হবে। শিলিগুড়িতে আইটি পার্ক তৈরি করা হবে। এখানে চাকরি পাবেন রাজ্যের অগণিত ছেলে মেয়ে। চাকরির জন্য বেকার যুবকদের আর রাজ্যের বাইরে যেতে হবে না বলে আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। আই টি পার্কের কাজ দোসরা মে-র পরেই শুরু হবে বলে জানিয়েছেন অমিত শাহ।
এদিনু শাহ জানান, শিলিগুড়ির ভোলবদল করে দেবে বিজেপি। দোসরা মের পর শিলিগুড়িতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। বিজেপি ক্ষমতায় এলে শিলিগুড়িতে মেট্রো তৈরি করা হবে। শাহের দাবি শিলিগুড়ি ও কলকাতার মধ্যে ৭০০ কিমির দূরত্ব। কিন্তু কোনও জাতীয় সড়ক নেই, অত্যন্ত দুর্বল যোগাযোগ ব্যবস্থা। বিজেপি সরকার সেই অভাব মেটাবে। শিলিগুড়ি কলকাতা এক্সপ্রেসওয়ে তৈরি করা হবে, যার নাম হবে সুভাষ চন্দ্র বোস ন্যাশনাল হাইওয়ে।
অমিত শাহ বলেন শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, কোচবিহার, অসমের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। ১০ বছরেও কেন নজর দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অমিত শাহের দাবি, দিদি আমায় ইস্তফা দিতে বলছেন। কিন্তু বাংলার মানুষ দিদির ইস্তফা চাইছেন। দোসরা মের পর দিদির বিদায় হবে রাজ্য থেকে।
মমতাকে নিশানা করে এদিন অমিত শাহ বলেন শরণার্থীদের নাগরিকত্ব দিতে রাজী নয় বর্তমান রাজ্য সরকার। কিন্তু বিজেপি সেই কাজ করবে। দিদি দেশের প্রধানমন্ত্রীকেও বহিরাগত বলেন। কিন্তু মমতার মনে রাখা উচিত কংগ্রেসের মতাদর্শ ইতালি থেকে এসেছে। বামেদের আদর্শ চিনের থেকে নেওয়া, এরাই বহিরাগত। তৃণমূলের ভাবদর্শও ধার করা। একমাত্র বিজেপিই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শের ভারতের মাটি থেকে জন্ম নেওয়া দল। তাহলে তারা কি করে বহিরাগত হয়, প্রশ্ন তোলেন অমিত শাহ।