৩ জানুয়ারি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়। ভেঙে যায় জানলার কাচ। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আনল রেল। তাতে দেখা যাচ্ছে, ৩ জানুয়ারি বন্দে ভারতে পাথর ছোঁড়া হয় বিহার থেকে। ৪ যুবকের পাথর ছোঁড়ার মুহূর্তের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
রেল কর্তৃপক্ষ দাবি করেছে এই চারজন যুবকই পাথর ছুঁড়েছে রেলে। এই ঘটনার পর সারা রাজ্যে রাজনৈতিক তরজা শুরু হলেও রেলের তরফ থেকে প্রকাশিত ফুটেজ প্রমাণ করছে যে এই ঘটনা বাংলার নয়, বিহারের। এই ফুটেজ দেখে তৃণমূলের সাংসদ শান্তনু সেন দাবি করেছেন, বঙ্গ বিজেপি বাংলাকে কালিমালিপ্ত করার জন্য অপপ্রচার চালাচ্ছিল।
ফুটেজ থেকে স্পষ্ট হয়ে গিয়েছে, ৩ জানুয়ারি, পিলার ৪৬/২৭ থেকে ৪৬/২৫ পিলারের মধ্যে দুপুর ১২ টা ৫৫ মিনিটে পাথর ছোঁড়া হয়েছিল। রেল এলাকাটিকে শনাক্ত করেছে এই পিলার নম্বর দেখেই। রেল বলেছে এই ঘটনাটি বিক্ষিপ্ত ও দুষ্কৃতী হামলা। প্রসঙ্গত, ৩ জানুয়ারি বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনায় ভেঙে যায় ৬ নম্বর কোচের ৭২ নম্বর সিটের পাশের জানলাটি।
পূর্ব রেল এই ফুটেজটি পেয়েছে হাওড়া ঝিল সাইডিং থেকে। তদন্তের জন্য রেল এই ফুটেজ পাঠিয়ে দিয়েছে তদন্তকারীদের। এরই মধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে সামসি আরপিএফ ও জিআরপি। এছাড়াও রেল বিষয়টি খতিয়ে দেখার জন্য আবেদন জানিয়েছে রাজ্য পুলিশের ডিজির কাছে।