জনসংযোগ বৃদ্ধি করতে রাখি উৎসবকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই কর্মসূচিকেই চুড়ান্ত কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সাধারণ মানুষকে সাবধান করে দিয়ে বলেন, তৃণমূলের নেতারা রাখি পরাতে এলে হাতের সোনার বালা, চেন খুলে রাখবেন।
বিজেপি নেতা বলেন, “বাংলার সাধারণ মানুষকে বলবো রাখি বন্ধন উৎসবে তৃণমূল কংগ্রেসের নেতারা বাড়িতে গেলে রাখি বাঁধবেন।কোনো অসুবিধা নেই, কিন্তু হাতে সোনার বালা, রুপোর বালা, রুপোর চেন, সোনার চেন, এগুলো খুলে রাখবেন। পরে ফেরত নাও পেতে পারেন।” জনসংযোগ বৃদ্ধি করতে রাখি উৎসবকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। কয়েক হাজার বাড়িতে রাখি বন্ধন উৎসব পালন করা হবে। এই উৎসবের নাম দেওয়া হয়েছে অবিচ্ছিন্ন বন্ধন। কিন্তু সেই কর্মসূচিকে চুড়ান্ত কটাক্ষ করলেন সুকান্ত। তিনি তৃণমূলের নেতা কর্মীদের চোর বলে ইঙ্গিত করতে চেয়েছেন।
আজ মথুরাপুর সাংগঠনিক জেলার বকখালি পার্কিং গ্রাউন্ডে এক বিশাল জনসভায় অংশগ্রহণ করেন সুকান্ত মজুমদার। সেখানে বর্তমান রাজ্য সরকারের লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন তিনি। সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একহাত নেন রাজ্যের শাসক দলকে।
লিপস অ্যান্ড বাউন্স ঘিরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, আগামী দিনের লিপস এন্ড বাউন্সের বিপদ বাড়বে। যারা এর সাথে যুক্ত তাদের বিপদ বাড়বে, কারণ ইডি সিবিআই আস্তে আস্তে জাল গোটাচ্ছে, আর জাল গোটালে বড় বড় মাছেরও ধরা পড়বে।
রাজ্যে একের পর এক দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গে কোথায় দুর্নীতি হয়নি? যেখানে খুড়বে, কেঁচো খুঁড়তে কেউটে বেরবে। সমবায়ে দুর্নীতি বেরবে, বাঁধ তৈরি করাতে দুর্নীতি বেরবে, ফরেস্ট ডিপার্টমেন্টের গাছ লাগানো নিয়ে দুর্নীতি হয়েছে, ম্যানগ্রোভ কাটা নিয়ে দুর্নীতি হয়েছে। তাঁর দাবি, এই সবে শুরু হয়েছে এই দুর্নীতির হিসেবে বের হওয়া। এবার একটার পর একটা বেরতেই থাকবে।