সকাল ৮.২৪: নদিয়ার শান্তিপুরের হরিপুরে বিজেপিকে এজেন্টকে হুমকি। ভোটারদেরও বাধা দেওয়ার অভিযোগ।
সকাল ৭.৫২: পঞ্চম দফার ভোটের দিন সকাল-সকাল দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র৷
সকাল ৭.৫০: রাজগঞ্জে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে ‘বাধা’, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ ওড়াল শাসকদল।
সকাল ৭.৪৬: ফুলবাড়িতে বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের।
সকাল ৭.৩০: কল্যাণীর গয়েশপুরে বিজেপির বুথ সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ। মেরে মুখ, নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ। গয়েশপুরের আদর্শ স্কুলের বুথের ঘটনা। বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে চাঁদমারিতে পথ অবরোধ বিজেপির।
সকাল ৭.২৯: কামারহাটির ১১২ নং বুথে ইভিএম খারাপ
সকাল ৭.২১: পানিহাটির ১৩৭ নং বুথে ইভিএম খারাপ৷
সকাল ৭.১৬: রাতভর মেমারিতে তৃণমূল-সিপিআইএম বিক্ষিপ্ত সংঘর্ষ।
সকাল ৭.০৩: কল্যাণীতে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। লাঠি, বাঁশ নিয়ে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাইকে চেপে এসে হামলা চালায় দুষ্কৃতীরা।
সকাল ৬.৪৯: বর্ধমান উত্তরে বিজেপি এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ। সরাইটিকরের ৭২ নং বুথের বাইরে মারধরে বিজেপি এজেন্টের মাথা ফেটে যায়। ‘আক্রান্ত’ বিজেপি এজেন্ট-সহ আরও ৪ বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। অভিযোগ অস্বীকার শাসকদলের।
সকাল ৬.৪২: বসিরহাট দক্ষিণে ৪৯ নং বুথের বাইরে বহিরাগতদের ভিড়। ভোটারদের হুমকির অভিযোগ।
সকাল ৬.৩৭: মিনাখাঁয় বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে ‘বাধা’, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।
জলপাইগুড়ির একটি বুথের ছবি।
সকাল ৬.৩১: সল্টলেকের সুকান্তনগরে বিজেপি কর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ, বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের।
সকাল ৬: আজ পঞ্চম দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ পর্ব। ৬ জেলায় মোতায়েন মোট ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের কাজে ৬ জেলায় দায়িত্বে মোট ১৫ হাজার ৭৯০ পুলিশকর্মী। উত্তর ২৪ পরগনার ১৬, পূর্ব বর্ধমানের ৮, নদিয়ার ৮, জলপাইগুড়ির ৭, দার্জিলিঙের ৫ ও কালিম্পঙের ১টি আসনে ভোটগ্রহণ। পঞ্চম দফায় আজ রাজ্যের ৬ জেলার ৪৫ কেন্দ্রে ভোটগ্রহণ।