সকাল ১০.৪৪: গতকাল দায়িত্ব নেওয়ার পরই নন্দীগ্রাম পরিদর্শনে থানার দায়িত্বপ্রাপ্ত আইপিএস নগেন্দ্রনাথ ত্রিপাঠি।
সকাল ১০.৪০: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন খড়গপুর সদরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার। তাঁকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
সকাল ১০.৩১: টাকা বিলির অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে। নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ বিজেপির।
সকাল ১০.২৮: বুথে ঘুরছেন মীনাক্ষী। সঙ্গে সশস্ত্র পুলিশ
সকাল ১০.০৫: নন্দীগ্রামে ভুয়ো ইলেকশন কমিশনের কার্ড সহ আটক ১। অনবরত টহল দিচ্ছে পুলিশের গাড়ি
সকাল ১০.০০: সব জায়গায় ইভিএম ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ মানস ভুঁইয়ার।
সকাল ৯.৫৯: ভোট দিলেন মানস ভুঁইয়া।
সকাল ৯.৫৪: পাথরপ্রতিমার বেনেপাড়ায় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ তৃমূলের বিরুদ্ধে
সকাল ৯.৫০: ডেবরায় পুলিশের সঙ্গে বচসা বিজেপির কর্মীদের। আটকে দেওয়া হয় পুলিশের গাড়ি। রাস্তায় বসে পড়ে অবরোধ বিজেপির।
সকাল ৯.৪৭: ময়নার ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন
সকাল ৯.৪১: বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর কেশপুরের ১৭৩ নম্বর বুথের সামনে। অভিযোগের আঙুল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই পিস্তলের বাঁট দিয়ে মারা হয় বলে অভিযোগ। শাহানারা বেগম নামে ওই এজেন্টকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল ৯.৩৬: সকাল ৯টা পর্যন্ত চার জেলায় ভোটদানের হার ১৬ শতাংশ। বাঁকুড়ায় ভোট পড়েছে ১৬.০৯ শতাংশ, পূর্ব মেদ্নীপুরে ভোট পড়েছে ১৭ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে ১৭ শতাংশ, দক্ষিণ ২৪ পরগণায় ভোট পড়েছে ৯ শতাংশ।
সকাল ৯.৩৫: তৃণমূলের হুমকির ভয়ে আত্মহত্যার অভিযোগ। মৃত বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বাখুয়াবাড় গ্রামে। ২৮ নং বুথের বাসিন্দা উদয়শংকর দোবে ভোটের দিন ভোর বেলা বাড়িতেই গলায় দড়ি নেই। এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। বাড়িতেই দেহ রেখে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়। তাদের দাবী যেভাবে তৃণমূল সন্ত্রাস ছড়াচ্ছে তাতে ভোট দেওয়া সম্ভব নয়। আর ভোট দিতে গেলেই এই ভাবে মরতে হবে।
সকাল ৯.৩১: ডেবরায় ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। বহিরাগতদের ঢোকানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ স্থানীয়দের। আটক মণ্ডল সভাপতি
সকাল ৯.২০: নন্দীগ্রামা বয়াল ২-তে তৃণমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। ২৪৮ নম্বর বুথে বিজেপি কর্মীদের ভোটারদের ভোট দিতে বাধার অভিযোগ। খোদামবাড়িতে তৃণমূল কর্মীর পরিবারকে ঘিরে রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিরুলিয়ায় তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।
সকাল ৯.১৬: নন্দীগ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। তৃণমূল কর্মীরা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পরিবারের। তাঁকে নির্বাচনে কাজ করতে দেওয়া হবে না বলে তৃণমূলের হুমকি ছিল বলে অভিযোগ।
সকাল ৯.১৪: ঘাটালের চকলছুপুরে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠছে
সকাল ৯.১৩: বাঁকুড়ার বিভিন্ন বিধানসভার বিভিন্ন বুথ থেকে বারবার আসছে ইভিএম খারাপের খবর। ভোটাররা বিরক্ত। প্রবল গরমে বহু ভোটার দাঁড়িয়ে।
সকাল ৯.১২: ডেবারয় বহিরাগতদের দাঁড়িয়ে থাকার অভিযোগ। পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ বিজেপির। অভিযোগ ভারতী ঘোষের।
সকাল ৯.১১: কেশপুরের পানিহাটে বোমাবাজি। বিজেপির বিরুদ্ধে অভিযোগ
সকাল ৯.০৮: ‘ইভিএম খারাপ’। ভোট দিতে পারলেন না। অভিযোগ বাঁকুড়ার বিদায়ী বিধায়ক শম্পা দরিপার। তাঁকে প্রার্থী করেনি তৃণমূল। সেই কারণে ক্ষোভ দেখিয়েছিলেন।
সকাল ৯.০৩: ময়নায় বাকসায় তৃণমূল প্রার্থীকে হুমকি। তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ। বুথের বাইরে জমায়েত। অভিযোগ, ঠুঁটো জগন্নাথ কেন্দ্রীয় বাহিনী।
সকাল ৯.০১: সকালে পুজো সেরে বুথে বুথে ঘুরছেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ।
সকাল ৯.০০: হলদিয়ার ২৬১ নম্বর বুথে ভোট গ্রহণ শুরু হওয়ার ৫০ মিনিট পরে, ইভিএম মেশিন খারাপ হওয়ার কারণে ভোট গ্রহণ বন্ধ। প্রচন্ড গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে রয়েছে ভোটাররা।
সকাল ৮.৫৩: ভোট দিলেন শুভেন্দু।
সকাল ৮.৪৭: “নন্দীগ্রামের সব বুথে পোলিং এজেন্ট বসিয়েছি”, বললেন মীনাক্ষী।
সকাল ৮.৪৪: ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নন্দীগ্রামে। নন্দীগ্রামের ৩৫৫টি বুথের জন্য এই ২২ কোম্পানি বাহিনী। তারপরও এই হারে বুধবার রাত থেকে বোমাবাজি। প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে।
সকাল ৮.৩৯: সোনাচূড়ায় বোমাবাজির অভিযোগ। অভিযোগ, বাড়ি থেকে বেরতো পারছেন না বাসিন্দারা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
সকাল ৮.৩৫: ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ঘাটালে
সকাল ৮.৩৩: সোনামুখীতে ২৮২ নম্বর বুথের বাইরে জমায়েত। লাঠি উঁচিয়ে তাড়া করল পুলিশ
সকাল ৮.৩০: নন্দীগ্রামের সিপিএম প্রার্থী ভোট দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়।
সকাল ৮.২০: ডেবরায় নোয়াপাড়ায় বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা। অভিযোগ ভারতী ঘোষের। বারুনিয়াতে ভোটাদের প্রভাবিত করার অভিযোগ।
সকাল ৮.১৮: বাঁকুড়ার ১১৫ ও ১১৯ নম্বর বুথে বুথে ইভিএম খারাপ। সায়ন্তিকার অভিযোগ এই দুটি এলাকাতেই তৃণমূল শক্তিশালী।
সকাল ৮.১৪: নন্দীগ্রামের কালিচরণপুরে রাতভর বোমাবাজি। সকাল পর্যন্ত চলে বোমাবাজি। তৃণমূল কর্মীকে পায়ে শাবল দিয়ে মারার অভিযোগ। অভিযোগের আঙুল বিজেপির দিকে।
সকাল ৮.১০: সবংয়ের বিষ্ণুপুরে হামলা। বাইক ভাঙচুর। তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। বিজেপির ৩ কর্মীকে আটক। মাথা ফাটে তৃণমূলের এক কর্মীর
সকাল ৮.০৫: পূর্ব মেদিনীপুর জেলার ৯ টা বিধানসভা কেন্দ্রে ভোট চলছে। তমলুক বিধানসভা কেন্দ্রের শান্তিপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে লম্বা লাইন চোখে পড়লো। মোটের ওপর শান্তিপূর্ণ।
সকাল ৮.০০: বুথ পরিদর্শনে মীনাক্ষী। নন্দীগ্রামের ভেকুটিয়া
সকাল ৭.৪০: বুথে বুথে ঘুরছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। যাঁরা নির্বাচনে দায়িত্বে রয়েছেন তাঁদের সঙ্গে কথা বলেছেন সংযুক্ত মোর্চার প্রার্থী।
সকাল ৭.৩৬: বাইকে চেপে ভোট দিতে গেলেন শুভেন্দু।
সকাল ৭.৩৪: ডেবরার নোয়াপাড়ার ২২ নম্বর বুথে পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। একাধিক জায়গায় বিকল ইভিএম।
সকাল ৭.৩০: কপ্টারে চলছে নজরদারি। প্রতি বুথে মোতায়েন ৪ জওয়ান। বন্ধ খেয়া পারাপার। চলছে নাকা চেকিং।
সকাল ৭.২০: তৃণমূলের বাইক বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে। নির্বাচন কমিশনের নিয়ম মানা হচ্ছে না। অভিযোগ বিজেপির
সকাল ৭.১৮: কেশপুরে দাদপুরে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় গ্রেফতার ৭
সকাল ৭.০৯: গোসাবায় বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে ভোট না দেওয়ার হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ৭.০৭: ওন্দায় পোলিং এডেন্টের গলায় গেরুয়া গামছা, গামছা খুলিয়ে বুথে ঢোকার অনুমতি কেন্দ্রীয় বাহিনীর
সকাল ৭.০৫: ভোটগ্রহণ শুরু খড়গপুর সদরে
সকাল ৬.৫৭: পূর্ব মেদিনীপুরের ময়নায় তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ বিজেপির। ময়নারই অন্য একটি এলাকায় বিজেপি কর্মী সুুমার জানা, বিষ্টু গৌতম মণ্ডল, মোহম দাস ও নান্টু মণ্ডলের বিরুদ্ধে তৃণমূলের বুথ লেভেল এজেন্টকে হুমকি। বলা হল বুথ ছাড়তে। অপর একটি বুথে তৃণমূলের বুথ লেভেল এজেন্টকে মারধর করে জোর করে বাড়ি পাঠানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
সকাল ৬. ৫১: বাঁকুড়ার একাধিক জায়গায় বিকল ইভিএম।
সকাল ৬.৪৭: সোনাচুড়ায় ব্যাগভর্তি বোমা সহ এক বিজেপি কর্মীকে ধরা হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে নন্দীগ্রামে আজ নির্বিঘ্নে নির্বাচন করানো কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।
সকাল ৬.৩৩: কেশপুরে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সকাল ৬. ২০: দাদপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
সকাল ৬.১০: সকাল থেকে বাইক বাহিনীর টহল নন্দীগ্রামে
সকাল ৬.০৯: নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর টহল। থমথমে এলাকা। প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী।
সকাল ৬.০০: ২১০ কোম্পানির সেনা মোতায়েন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে
চারটি জেলার ৩০টি আসনে রয়েছে ভোট গ্রহণ পর্ব। তার মধ্যে পূর্ব মেদিনীপুরে, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর; বাঁকুড়ার তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী; পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর; দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর বৃহস্পতিবার রয়েছে ভোটগ্রহণ।