আমাদের রাজ্য অআজ যে ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে তাতে আমাদের ‘মরা গাঙে বাণ’ আসতে চলেছে। একথা বিচ্ছিন্নতাবাদী শক্তি ভালই বুঝেছে।
উত্তর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনা জেলার জায়গায় জায়গায়, ভোট বয়কটের ডাক দেওয়া হচ্ছে। বেহাল রাস্তাঘাট সহ বেশকিছু স্থানীয় ইস্যু নিয়ে ভোট বয়কটের পক্ষে সমর্থন টানার চেষ্টা চলছে।
এর নেপথ্যে কারা খোঁজ করে কিছু চমকপ্রদ তথ্য উঠে আসছে। স্থানীয় দু-একজন প্রভাবশালী ব্যক্তি কিছু লোক জড়ো করে এই অপপ্রচার চালাচ্ছে। এরা অধিকাংশই নকশাল-মাওবাদী এবং মৌলবাদীদের প্রচ্ছন্ন সমর্থক। ভোট বয়কটের জন্য এরা গ্রামবাসীকে উস্কানি দিচ্ছে এবং সেই খবর দূরদর্শনে দেখানো হচ্ছে, ছাপা হচ্ছে স্থানীয় সংবাদপত্রে।
এবার রাজ্যে শাসক বিরোধী হওয়া খুব জোরাল। সংখ্যাগরিষ্ঠ দের নবজাগরণ ঘটছে পশ্চিমবঙ্গে, তারা এককাট্টা হয়েছে। দীর্ঘ বঞ্চনা ও অপশাসনের হাত থেকে মুক্তি চাইছে তারা । বহুকাল পর বঙ্কিম, অরবিন্দ, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষের পুণ্যভূমিতে আমরা জোটবদ্ধ। মৌলবাদী, ধর্মীয় সন্ত্রাস ছড়ানো শক্তির বিরুদ্ধে এক হয়ে লড়াইয়ের শপথ নেওয়া হয়েছে। তাই সেই সুসংহত ভোটব্যাঙ্ক কে এবারের গুরুত্বপূর্ণ নির্বাচন থেকে দূরে রাখতে এই নক্কারজনক কাজ কে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।
আদিত্য