দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা স্বাধীনতা সংগ্রামী- দলিত নেতা বাবু জগজীবন রাম-র ১১৪ তম জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন করলেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তাঁর জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন করে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু টুইটবার্তায় জানান, বাবু জগজীবন রাম তিনি পিছিয়ে পড়া বর্গ থেকে এলেও নিজেকে একজন দক্ষ প্রশাসক এবং রাজনীতিবিদ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন। এই মহান স্বাধীনতা সংগ্রামী-সমাজ সংস্কারক, রাজনীতিবিদ এবং প্রশাসক বাবু জগজীবন রাম জিকে তাঁর জন্মদিনে জানাই শ্রদ্ধা। অন্যদিকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এদিন বাবু জগজীবন রাম-র জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করে টুইট বার্তায় বলেন, এই মহান স্বাধীনতা সংগ্রামী এবং সামাজিক ন্যায়বিচারের এক দক্ষ আইনজীবীকে জানাই আমার শ্রদ্ধার্ঘ্য। দেশের সমাজের পিছিয়ে পড়া বর্গের মানুষদের উন্নতির জন্য তার অবদান সব সময় এক উদাহরণ হয়ে থাকবে।উল্লেখ্য, বাবু জগজীবন রাম সবথেকে বেশি সময় ধরে সাংসদ ছিলেন। এছাড়া ১৯৭১ সালে ভারত-পাকিস্তানের যুদ্ধের সময় তিনি দেশের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তিনি দেশের উপ-প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন।
2021-04-05