ভিএইচপি, বজরং দল ১‚১০০ হিন্দু যুবককে ত্রিশূল বিতরণ করল।
সভ্যতার চলার পথে অস্ত্রের গুরুত্বপূর্ণ অপরিসীম। মানুষ যে বন্য জন্তুর স্তর থেকে উঠে এসে আজকের হোমো সেপিয়েন্স হয়েছে‚ এই যাত্রাপথেও তাকে নিশ্চিন্ত নিরাপত্তা দিয়েছে তার অস্ত্র। আধুনিক সভ্যতার ইতিহাসেও আমরা দেখেছি যে জাতি বা যে সভ্যতা অস্ত্রচর্চায় শক্তিশালী হয়নি‚ তাকেই হয় ইতিহাস থেকে বিলুপ্ত হয়ে যেতে হয়েছে আর নয়তো অন্য কোনো জাতির হাতে পরাধীন হতে হয়েছে।
বিজ্ঞানী আর্কিমিডিসও ততদিনই বিজ্ঞানচর্চা করতে পেরেছেন যতদিন তার জাতির হাতে অস্ত্র ছিলো। এমনকি আমাদের ভারতেও আমরা দেখেছি মধ্যযুগে আরব বা তুর্কীদের হাত থেকে আমাদের দেশে আক্রমণ করার পরই ভারতে অন্ধকার যুগ নেমে আসে। কারণ অস্ত্রবিদ্যায় ভারতীয়রা আরব বা মধ্য এশীয়দের থেকে পিছিয়ে ছিলো।
অস্ত্রের এই গুরুত্ব বুঝতে পেরেই বহু দেশপ্রেমিক আর জাতীয়তাবাদী সংগঠন আজ চাচ্ছে ভারতীয় যুবকরা হাতে অস্ত্র তুলে নিক‚ তারা শাস্ত্রের ( বই) পাশাপাশি শস্ত্র চর্চাও করুক। আর শুধু চাওয়াই না‚ হিন্দু যুবকদের উদ্বুদ্ধ করতে নিজেরা দায়িত্ব নিয়ে তাদের হাতে অস্ত্রও তুলে দিচ্ছে তারা।
সোমবার রাজস্থানের বিদ্যাধরে ভিএইচপি এবং বজরং দলের তরফ থেকে হিন্দুদের মধ্যে অস্ত্র বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল। এদিন প্রায় ১‚১০০ হিন্দু যুবকের হাতে ত্রিশুল তুলে দিয়ে হিন্দু রাষ্ট্র গঠনের আহ্বান জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে ভারতে এখনো পর্যন্ত মসজিদ থেকে যাওয়া ৩০০০০ হিন্দু মন্দিরকে পুনরুদ্ধার করার ডাক দেওয়া হয়। তিনি ঘোষণা করেন যে‚ “রাম জিকা তো বানা দিয়া, লেকিন অভি 30,000 বাকি হ্যায় উনকো মন্দির বানা হ্যায়। ওয়াপিস আপনা স্থান হাম কো লেনা হ্যায়।”
( আমরা রাম মন্দির তৈরি করেছি, কিন্তু এখনও, ৩০‚০০০ মন্দির বাকি রয়ে গেছে। সেগুলোকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। তাদের মন্দিরে রূপান্তরিত করতে হবে। আমাদের জমি ফিরিয়ে নিতে হবে)”
এর আগেও রাজস্থানের লোহওয়াত জেলায় ২৩ শে জানুয়ারি‚ অখন্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজী সুভাষের জম্মদিনে একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রচারক ঈশ্বর লাল হিন্দু যুবকদের অনুপ্রাণিত করার জন্যে ত্রিশূল বিতরণ করেছিলেন।
এছাড়াও ২০২২ সালের ডিসেম্বরে, অনুরূপ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল‚ যেখানে ত্রিশূল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রায় ৫০০-৭০০ জন উপস্থিত ছিলেন। এর পাশাপাশি রাজস্থানের আশেপাশে বালেসার, রামপুরা, ওসিয়ান, দেচুতে অনুরূপ ত্রিশূল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল বলে জানা গেছে।