উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি সাংসদ তিরথ সিং রাওয়াত। বুধবার সকালে দেহরাদূনে রাজ্য বিজেপির সদর দফতরে বৈঠকে বসেন বিধায়করা। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, অজয় ভাট, তিরথ-সহ একাধিক শীর্ষ নেতা। নিশাঙ্ক এবং উত্তরাখণ্ডের মন্ত্রী ধন সিং রাওয়াত মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে ছিলেন। শেষপর্যন্ত তাঁদের ভাগ্যে শিঁকে ছেড়েনি। মুখ্যমন্ত্রী হিসেবে তিরথের নাম ঘোষণা করা হয়। সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, উত্তরাখণ্ড বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন পাউরি গারোয়ালের সাংসদ তিরথ সিং রাওয়াত। বুধবার বিকেল চারটে নাগাদ মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন তিরথ।
উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হতে চলা তিরথ সিং রাওয়াত জানিয়েছেন, “আমার উপর বিশ্বাস রাখার জন্য, আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বভারতী সভাপতিকে ধন্যবাদ জানাতে চাই। যাঁরা ছোটো একটি গ্রাম থেকে উঠে আসা দলের একজন সামান্য কর্মীর উপর ভরসা রেখেছেন। আমি কখনও কল্পনা করতে পারিনি যে আমি এখানে পৌঁছতে পারব। সব মানুষের আশা পূরণের চেষ্টা করব এবং গত চার বছর যে কাজ হয়েছে, তাকে এগিয়ে নিয়ে যাব।’উল্লেখ্য, মঙ্গলবারই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। মঙ্গলবার বিকেলে রাজ্যপাল বেবি রানি মৌর্যর কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। বুধবার উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন তিরথ সিং রাওয়াত। আগামী বছরই নির্বাচন উত্তরাখণ্ডে। আগামী বছর বিধানসভা ভোটের আগে পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিরথ।
2021-03-10