বাঁকুড়ার বিভিন্ন এলাকায় শুভেন্দু অধিকারীকে নিয়ে ব্যাঙ্গচিত্র ঘিরে তুমুল শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।ব্যাঙ্গচিত্রে শুভেন্দুকে উদ্দেশ্য করে নাদুস নুদুস চেহারার, মেরুদন্ডহীন, গলায় গৈরিক উত্তরীয় জড়ানো ব্যক্তি সরকার ফেলে দেওয়ার হুমকি দেন বলে কটূক্তি করা হয়েছে। অভিষেক নাম শুনলে কামড়াতে আসেন বলে উল্লেখ করা হয়েছে।
ব্যঙ্গচিত্রটি তৃণমূল আইটি সেল কর্তৃক প্রচারিত বলেও উল্লেখ রয়েছে। শহরের মাচানতলা, কলেজ মোড়, জেলা প্রশাসন ভবন সংলগ্ন এলাকায় এরকম ব্যাঙ্গচিত্র ছড়িয়ে রয়েছে। ব্যাঙ্গচিত্রের আড়ালে তৃণমূল প্রকারান্তরে বিজেপির প্রচার করছে বলে বিজেপির পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।
বাঁকুড়া সদর কেন্দ্রের বিজেপির বিধায়ক নিলার্দ্রী দানা বলেন, ব্যঙ্গচিত্রের মাধ্যমে বিজেপিতে আসার কৌশল। তিনি বলেন, তৃণমূলের নেতৃস্হানীয়দের নানা কার্যকলাপ দেখে দলের ছাত্র যুবদের একটা বড় অংশ বিজেপিতে আসতে চাইছে। এটা তারই পদক্ষেপ মাত্র।
এপ্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তীর্থঙ্কর কুন্ডু বলেন, শুভেন্দু অধিকারী এক একটা দিন নানা রকম ইঙ্গিত করে মন্তব্য করে নিজেই হাস্স্যাস্পদ হয়েছেন। সেটাই তুলে ধরা হয়েছে। তৃণমূলের একটা বড় অংশ বিজেপিতে যোগদানের জন্য একটা কৌশল বলে বিধায়কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এক
শুভেন্দু’কে নিয়ে বিজেপির গোয়ালঘরে মারামারি লেগেছে, সেটাই সামলাক। তাছড়া তৃণমূলের ছাঁট মাল দিয়েই তো এখন বিজেপি চলছে বলে তিনি মন্তব্য করেন।