তাকে ফেসবুক, ফলোয়ারের সংখ্যার বিচারে জনপ্রিয়তায় পৃথিবীর এক নম্বর ঘোষণা করায় ফেসবুককে ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সঙ্গে দ্বিতীয় স্থানে যে ভারতের প্রধানমন্ত্রী মোদী আছেন তাও জানাতে ভোলেননি। গত মাসে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সাংবাদিকদের এমনটাই বলেন ট্রাম্প ।
বেরসিক ট্রাম্পের মুখে এ হেন কথা শুনে প্রাথমিকভাবে তাজ্জব হন উপস্থিত সাংবাদিকরা। প্রসঙ্গত আগামী ফেব্রুয়ারির ২৪-২৫ তারিখ করে সস্ত্রীক ভারত সফরে আসতে ছলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি মোদির রাজ্য গুজারাতেও যাবেন এ সময়ে। তার আগমনকে বিশেষ মর্যাদা দিতে মোদীর মার্কিন সফরের ‘হাউডি মদি’র ঢঙে ‘কেম ছো ট্রাম্প’ আয়োজিত হবে আমেদাবাদে ।
তার জন্য প্রস্তুতিও তুঙ্গে সে শহরে। ট্রাম্পের সফরে অনেকগুলি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।