তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের সাসপেনশন নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার এই খবর প্রকাশ্যে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দিল্লিতে এসে বাংলার মুখ পোড়াচ্ছেন তৃণমূল সাংসদরা।
এদিন দিলীপবাবুকে বলতে শোনা যায়, ‘তৃণমূল সাংসদরা বাংলার রাজনীতিকে কলুসিত করেছেন। বাংলার মুখ পোড়াচ্ছেন দিল্লিতে এসে’।
তিনি মনে করান, ‘এর আগের অধিবেশনে মহুয়া মৈত্র স্পিকারকে লক্ষ্য করে কাগজ ছুড়েছেন সেটা সবাই দেখেছেন। গত কয়েকদিন ধরে যে ধরণের নাটক করছেন তাতে বাংলার মান বাড়ছে না। স্পিকার বারবার বলছেন, কিছু বলার থাকলে উপযুক্ত জায়গায় জানান। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করাই তৃণমূলের উদ্দেশ’।
তাঁর কথায়, ‘একজন ডাক্তার, একজন সাংসদ, একজন নেতা শান্তনু সেন গতকাল যে ব্যবহার করেছেন তাঁকে এটা শোভা পায় না। তাঁকে সাসপেন্ড হতে হয়েছে এটা আরও লজ্জার বিষয়’।
বৃহস্পতিবার সংসদের কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর হাতে থাকা নথি কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে শান্তনু সেনের বিরুদ্ধে। এর পর তাঁর সাসপেনশনের দাবিতে সরব হয় সরকারপক্ষ। শুক্রবার সেই আবেদনে সম্মতি জানিয়ে শান্তনু সেনকে অবশিষ্ট অধিবেশনের জন্য সাসপেন্ড করেন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নায়েডু।